Ajker Patrika
হোম > বিনোদন > গান

বিজয় দিবসে গাইবেন জেমস

বিনোদন ডেস্ক

বিজয় দিবসে গাইবেন জেমস
নগর বাউল জেমস। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠন। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। এতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস।

এ কনসার্টে নগর বাউল ছাড়াও গাইবে ব্যান্ড আর্ক, সোলস, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া, গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, দিলশাদ নাহার কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এ কনসার্ট আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি। মূলত বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সংগঠনটি গড়ে উঠেছে। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে বলে জানানো হয়।

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘জেমস ভাই অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে গাইবেন। এ মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।’

প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত অরিজিতের

সৌদির দাম্মামে গাইবেন বাংলাদেশের শিল্পীরা

সৌদি তরুণী জারা: ‘হালাল র‍্যাপ’ সংগীতে মাত করেছেন নেট দুনিয়া

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

অস্তিত্বের টানাটানিতে সবাই এখন চিন্তিত

৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে সোলসের আনপ্লাগড কনসার্ট

এ আর রাহমানের বিরুদ্ধে তোপ দেগে যে জবাব পেলেন অভিজিৎ ভট্টাচার্য

নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা