Ajker Patrika
হোম > বিনোদন > গান

স্থগিত হলো স্বাধীনতা কনসার্ট, নিজেকে সরিয়ে নিলেন আসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

স্থগিত হলো স্বাধীনতা কনসার্ট, নিজেকে সরিয়ে নিলেন আসিফ
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে আয়োজক সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন।

এ বছর পবিত্র রমজান মাসে মহান স্বাধীনতা দিবস পড়ায় সর্বজনীন দিবসটি উদ্‌যাপনের লক্ষ্যে ১১ এপ্রিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় স্বাধীনতা কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। তবে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবারের কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এক দিন পিছিয়ে ১২ এপ্রিল করার ঘোষণা দেয় আয়োজকেরা। অবশেষে সেই তারিখেও কনসার্টটি হচ্ছে না।

আয়োজকদের এমন ঘোষণা শুনে কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গতকাল সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্টে এমন সিদ্ধান্ত জানান। এ বিষয়ে আসিফের ভাষ্য, ‘এই দেশ নয়, ওই দেশ নয়; শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প‍্যালেস্টাইনে বেদনাবিধুর পরিণতির কারণে ১১ এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ এপ্রিল নেওয়া হয়েছিল। গতকাল (পরশু) উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ক‍্যারিয়ারে আমি একটা বিষয় লক্ষ করেছি, যেকোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী-মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি। সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন‍্য আশা জাগানিয়া একটা প্ল‍্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হওয়ার কারণে শিল্পী, মিউজিশিয়ান, সাউন্ড, লাইট, স্টেজ ব‍্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবার নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত‍্যক্ষ করল। কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল, তারাও বঞ্চিত হলো।’

কনসার্টে আর অংশ না নেওয়ার কথা জানিয়ে আসিফ লিখেছেন, ‘আমি ব‍্যক্তিগতভাবে হতাশ। আমার টিমকে বলে দিয়েছি, বাংলাদেশের অভ‍্যন্তরে কনসার্ট আমাদের জন‍্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে, সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন‍্য আবার একটা ডেট হবে, কনসার্টও হবে। তবে আমি আর থাকতে চাই না। আমি শিল্পী, এটা আমার আয়রোজগারের জায়গা। এ জায়গাটা আবার সিদ্ধান্তের খড়্গে পড়ে যেন অনিশ্চিত না হয়ে যায়! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুভকামনা। আমি রূপকথার সেই অন্ধ রাজকুমারের মতো আগের জায়গাতেই থাকি।’

স্বাধীনতা কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল নগর বাউল জেমস, আসিফ আকবর, ফেরদৌস ওয়াহিদ, বেবী নাজনীন, আগুন, পড়শী, প্রীতম হাসান, ব্যান্ড ফিডব্যাক, আর্ক, শিরোনামহীন, পাওয়ার সার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথসহ আরও অনেকের।

প্রতিবাদ জানিয়ে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত অরিজিতের

সৌদির দাম্মামে গাইবেন বাংলাদেশের শিল্পীরা

সৌদি তরুণী জারা: ‘হালাল র‍্যাপ’ সংগীতে মাত করেছেন নেট দুনিয়া

মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’

অস্তিত্বের টানাটানিতে সবাই এখন চিন্তিত

৫০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে সোলসের আনপ্লাগড কনসার্ট

এ আর রাহমানের বিরুদ্ধে তোপ দেগে যে জবাব পেলেন অভিজিৎ ভট্টাচার্য

নকশীকাঁথা ব্যান্ডের নতুন গান ‘জরিনা’

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

ঢাকায় এসেও গাইতে না পেরে হতাশ মুস্তাফা জা‌হিদ, ভেন্যুই বুকিং দেয়নি আয়োজকেরা