Ajker Patrika
হোম > বিনোদন > গান

বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বইমেলায় আসছে ‘ফাহমিদা নবীর ডায়েরি’
ফাহমিদা নবী। ছবি: সংগৃহীত

ডায়েরি লিখতে ভালোবাসেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা লিখে রাখেন ডায়েরিতে। ডায়েরির সেই লেখাগুলো নিয়ে বই প্রকাশ করছেন তিনি। একুশে বইমেলায় প্রকাশ পাবে ‘ফাহমিদা নবীর ডায়েরি’ নামের বইটি। শব্দশিল্প প্রকাশনী থেকে বইটি বের হচ্ছে।

নিজের লেখা প্রথম বইয়ের খবর জানিয়ে ফেসবুকে ফাহমিদা নবী লেখেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। ফেসবুক পেজে ফাহমিদা নবীস ডায়েরিতে নিয়মিত লিখি। অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক। তাদের চাওয়া পূরণ করতেই এই বই।’

ফাহমিদা নবীর ডায়েরি বইয়ের প্রচ্ছদ
ফাহমিদা নবীর ডায়েরি বইয়ের প্রচ্ছদ

লেখালেখি প্রসঙ্গে ফাহমিদা নবী লেখেন, ‘গানের গভীরতায় জীবনবোধ, আর চারপাশের যাপিত জীবন—কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তা-ই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা, বোঝার নানা দিক আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। অল্পের গল্প আর সেই সঙ্গে নিজের উপলব্ধি ব্যাখ্যার মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক আপন উপলব্ধিতে। বাঁচতে শিখুক ভালোবাসায়। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়।’

ঢাকায় আজ দু্ই কনসার্ট

চুমু-কাণ্ডের পর এবার মামলার জালে উদিত নারায়ণ

স্থগিত হলো রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট

হৃদয় খানের তৃতীয় সংসারে ভাঙনের খবর

বিদেশ সফরের জন্য প্রস্তুত আই কিংস

শিরোনামহীনের বই ও গান

শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই

জমজমাট সংগীতাঙ্গন

ভালোবাসা দিবসে সালমার গান

বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথির গান