কনসার্টে শব্দদূষণ, জরিমানা গুনতে হবে দিলজিতকে

অনলাইন ডেস্ক    

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২: ০৬
ছবি: ইনস্টাগ্রাম

পাঞ্জাবি পপস্টার দিলজিত দোসাঞ্জ যেখানেই শো করতে গিয়েছেন, পড়েছেন বিতর্কের মুখে। কখনো গানের শব্দের জন্য আবার কখনোবা গানের মাধ্যমে মাদকের প্রচারের জন্য। এবার চণ্ডীগড়ে কনসার্ট করতে গিয়ে মাত্রাতিরিক্ত শব্দদূষণের অভিযোগ উঠেছে এই গায়কের বিরুদ্ধে। এর কারণে গায়ককে মোটা অঙ্কের জরিমানাও করা হয়।

জানা গিয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চলে দিলজিতের কনসার্ট হওয়ার সময়ে শব্দদূষণের মাত্রা ছাড়ায় ৭৫ ডেসিবেলের বেশি। পাঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী, ৭৬ দশমিক ১ থেকে ৯৩ দশমিক ১ পর্যন্ত শব্দদূষণ ঘটানো আইনত অপরাধ। এর জেরে দিলজিতের কনসার্টের আয়োজকদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আর সেই আইন লঙ্ঘনের অভিযোগে ১৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে তাঁকে।

দিল্লিতে ‘দিল-লুমিনাটি’র প্রথম কনসার্ট থেকেই বিতর্ক সঙ্গী হয়েছে দিলজিতের। এর জেরে তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে আইনি নোটিশও পেয়েছিলেন গায়ক। এরপরও লক্ষ্ণৌ, পুনে, কলকাতা, বেঙ্গালুরুর, ইন্দোর, চণ্ডীগড় মাতিয়েছেন গায়ক।

প্রসঙ্গত, দেশ হোক কিংবা বিদেশ দিলজিত যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য। কনসার্ট শেষের পর মাঠজুড়ে দেখা যায় ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল। এ নিয়ে চলে তুমুল সমালোচনা। এমনকি ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা ও গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে।

এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তাঁর বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়—এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’

তাহসানের প্রত্যাশা, রোজার সঙ্গে মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন

সকাল থেকে বিয়ের গুঞ্জন, তাহসান বললেন সন্ধ্যায় জানাবেন

সহজিয়া ব্যান্ডের প্রথম একক কনসার্ট

আন্দোলন থেকে পাঠ্যবইয়ের পাতায় র‍্যাপার হান্নান ও সেজান