ভারতীয় গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
কেকের মৃত্যুবার্ষিকীতে আজ মুক্তি পেয়েছে অভিনয় দেও পরিচালিত বলিউড সিনেমা ‘সাভি’। অনিল কাপুর, দিব্যা খোসলা ও হর্ষবর্ধন রানে অভিনীত সাভি সিনেমায় থাকছে কেকের গাওয়া শেষ গান। প্রয়াত হওয়ার সাত দিন আগেই গানটি রেকর্ড করেছিলেন কেকে।
‘সাভি’র ট্রেলার মুক্তি পাওয়ার পরই প্রযোজক মুকেশ ভাট জানিয়েছেন, ছবিতে প্রয়াত গায়ক কেকের রেকর্ড করা শেষ গানটি অন্তর্ভুক্ত থাকছে। এই গান রেকর্ড করার পরই চলে যান গায়ক।