বিনোদন ডেস্ক
‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সোনালি পোশাক আর গয়নায়।
‘হীরামান্ডি’র সিরিজটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। প্রথম কোনো ভারতীয় সিরিজের নির্মাণে এমন বিপুল অর্থ খরচ হয়েছে। আর সিরিজটিতে কোটি রুপির আসল গয়না পরেই হাজির হয়েছিলেন অভিনেত্রীরা!
এমনিতেই সঞ্জয় লীলা বানসালির সিনেমা মানেই বিশাল আয়োজন! দুর্দান্ত সব পোশাক থেকে তাক লাগানো গয়না। ‘দেবদাস’ হোক কিংবা ‘বাজিরাও মাস্তানি’ কিংবা ‘পদ্মাবত’— নায়িকাদের নকল গয়না নয়, আসল গয়নাতেই হাজির করেন তিনি।
চলচ্চিত্র সমালোচক সুচরিতা তিয়াগিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা বলেন, ‘এই সিরিজে যে গয়নাগুলো আমি পরেছিলাম সবক’টাই ছিল আসল। এগুলোর দাম কোটি রুপির ওপর। সবক’টা নিয়ে পালিয়ে গেলে নিজে একটা ছবি বানিয়ে নিতে পারব!’