Ajker Patrika
হোম > পরিবেশ

খাবারের খোঁজে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল হনুমানের

কেশবপুর (যশোর) প্রতিনিধি

খাবারের খোঁজে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল হনুমানের

কেশবপুরে বিদ্যুতায়িত হয়ে কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কোমরপোল গ্রামে একটি গাছে লাফালাফির সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নিচে পড়ে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কোমরপোল গ্রামে শহর থেকে দলছুট হয়ে আসা হনুমানটি খাদ্যের সন্ধানে এসে ওই এলাকার বিভিন্ন গাছগাছালিতে বিচরণ করছিল। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় এলাকার ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যায় কালোমুখো হনুমানটি।

জানা গেছে, কয়েকশ বছর ধরে কেশবপুর সদর ও পার্শ্ববর্তী এলাকায় প্রায় পাঁচশ কালোমুখো হনুমান বসবাস করছে। বিভিন্ন সময়ে খাদ্যের সন্ধানে তারা দলছুট হয়ে এলাকা ছেড়ে অন্যত্রও চলে যাচ্ছে। সরকারিভাবে কালোমুখো হনুমানের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিপন্ন প্রজাতির এ হনুমানের পরিচর্যা ও সংরক্ষণে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন কেশবপুরের মানুষ।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া ওই হনুমানটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।’

শ্রবণস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ রোধ জরুরি: পরিবেশ উপদেষ্টা

বায়ুমানের অবনতি, দূষিত শহর তালিকায় শীর্ষে ঢাকা

মার্কিন কৃষিতে রাসায়নিক সারের বিকল্প হয়ে উঠছে মানবমূত্র, বাড়ছে উৎপাদন

কমবে রাতের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে যেখানে

প্রথম রোজায় ঢাকার বায়ুদূষণ কমেছে, শীর্ষে ইয়াঙ্গুন

প্রথম রমজানে বৃষ্টির আভাস, আজ যেমন থাকবে আবহাওয়া

আজ দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের শহর ঢাকা, শীর্ষে উঠে এল বেইজিং

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপন্নতায় মানুষ ও প্রকৃতি

পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে দিল্লি