মহিলা পরিষদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জলবায়ু বিপর্যয়ে নারীর ওপর অভিঘাত মোকাবিলায় করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মালেকা বানু বলেন, জলবায়ু বিপর্যয়ের ফলে প্রকৃতি ও মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে—এ কথা দশকের পর দশক ধরে আলোচনা হয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি এই বিপন্নতার মধ্যে আছে। পরিবেশ বিপর্যয় মানুষের জন্য হচ্ছে, কাজেই মানুষকে এ বিপর্যয় রোধে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারী, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী নির্বিশেষে নারীর জন্য এলাকাভেদে অনেক বেশি অসমতা বৃদ্ধি করছে।
মহিলা পরিষদের সভাপতির ডা. ফওজিয়া মোসলেম বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় পরিবেশ রক্ষার আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। জলবায়ুর অভিঘাতে নারীর স্বাস্থ্য, শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে, দারিদ্র্য বাড়ছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এমন পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রম, অ্যাডভোকেসি কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম ভৌগোলিকভাবে বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, ভূমিধসপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি ও নারীর ওপর তৈরি হওয়া অভিঘাতগুলো সম্পর্কে পর্যালোচনা করেন।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় এলাকাগত পরিবেশ ঝুঁকির ওপর গবেষণা পরিচালনা করতে হবে, নীতিমালা প্রণয়ন, পরিবেশবিষয়ক প্রকল্পগুলোতে নারীদের সম্পৃক্ত করতে হবে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, কৃষক নারী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা পরিষদের নোয়াখালীর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রোকসানা আক্তার নবী, রংপুর জেলার সাধারণ সম্পাদক রুমানা জামান, দিনাজপুরের আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, গাইবান্ধা জেলা শাখার পরিবেশ সম্পাদক বীথি বেগম, নারায়ণগঞ্জ জেলার পরিবেশবিষয়ক সম্পাদক রওনক রেহানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, বরিশালের জ্যোৎস্না বেগম, ভোলা জেলার পরিবেশ সম্পাদক ইসরাত জাহান বনি প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জলবায়ু বিপর্যয়ে নারীর ওপর অভিঘাত মোকাবিলায় করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মালেকা বানু বলেন, জলবায়ু বিপর্যয়ের ফলে প্রকৃতি ও মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে—এ কথা দশকের পর দশক ধরে আলোচনা হয়েছে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি এই বিপন্নতার মধ্যে আছে। পরিবেশ বিপর্যয় মানুষের জন্য হচ্ছে, কাজেই মানুষকে এ বিপর্যয় রোধে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারী, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী নির্বিশেষে নারীর জন্য এলাকাভেদে অনেক বেশি অসমতা বৃদ্ধি করছে।
মহিলা পরিষদের সভাপতির ডা. ফওজিয়া মোসলেম বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় পরিবেশ রক্ষার আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। জলবায়ুর অভিঘাতে নারীর স্বাস্থ্য, শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে, দারিদ্র্য বাড়ছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এমন পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রম, অ্যাডভোকেসি কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম ভৌগোলিকভাবে বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, ভূমিধসপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি ও নারীর ওপর তৈরি হওয়া অভিঘাতগুলো সম্পর্কে পর্যালোচনা করেন।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় এলাকাগত পরিবেশ ঝুঁকির ওপর গবেষণা পরিচালনা করতে হবে, নীতিমালা প্রণয়ন, পরিবেশবিষয়ক প্রকল্পগুলোতে নারীদের সম্পৃক্ত করতে হবে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, কৃষক নারী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা পরিষদের নোয়াখালীর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রোকসানা আক্তার নবী, রংপুর জেলার সাধারণ সম্পাদক রুমানা জামান, দিনাজপুরের আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, গাইবান্ধা জেলা শাখার পরিবেশ সম্পাদক বীথি বেগম, নারায়ণগঞ্জ জেলার পরিবেশবিষয়ক সম্পাদক রওনক রেহানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, বরিশালের জ্যোৎস্না বেগম, ভোলা জেলার পরিবেশ সম্পাদক ইসরাত জাহান বনি প্রমুখ।
দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে চারটি। শুধু তা-ই নয়, এপ্রিল মাসেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে...
৮ ঘণ্টা আগেজুনায়েদ আকতার। ১২ বছর বয়সী এক বালক। তার শরীরে বিষাক্ত সিসা এমনভাবে মিশে গেছে যে, তার শারীরিক বৃদ্ধি থমকে গেছে। দেখলে মনে হয়, তার প্রকৃত বয়সের চেয়ে সে যেন আরও কয়েক বছরের ছোট। জুনায়েদ দক্ষিণ এশিয়ার সেই সাড়ে তিন কোটি শিশুর একজন, যারা বিপজ্জনকভাবে উচ্চ মাত্রার সিসা দূষণের শিকার। আশঙ্কার বিষয় হলো
৯ ঘণ্টা আগেসারা দেশে আজ মঙ্গলবার সারা দিন তাপমাত্রা বাড়লে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এর পরের চার দিন সারা দেশে আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সারা দেশে তাপমাত্রা খুব একটা বাড়বে না, বরং অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া...
১২ ঘণ্টা আগেপবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। শহর এখন ফাঁকা। এরপরও আজ রোববার সকাল ১১টার রেকর্ড অনুযায়ী, বিশ্বজুড়ে বায়ুদূষণে শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান শীর্ষ ৫ নম্বরে।
৩ দিন আগে