Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক

শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে নেওয়া হয়নি, প্রচারিত ভিডিওটির প্রকৃত ঘটনা ভিন্ন

ফ্যাক্টচেক  ডেস্ক

শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে নেওয়া হয়নি, প্রচারিত ভিডিওটির প্রকৃত ঘটনা ভিন্ন
ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় গতকাল (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী, হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন। তাঁকে লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে সুরক্ষিত এক বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার। তবে শেখ হাসিনাকে নিয়ে জল্পনা–কল্পনা থামেনি।

ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় শেখ হাসিনাকে গতকাল (২০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে দিল্লির এলাহাবাদ থেকে হিন্দলে সরিয়ে নেওয়া হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ এবং একাধিক ইউটিউব চ্যানেলেও প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে কুয়াশাচ্ছন্ন হাইওয়ে রাস্তায় গাড়িবহর এগিয়ে যেতে দেখা যাচ্ছে। আর রাস্তার পাশে দাঁড়ানো একজন পুলিশ গাড়িবহরের দিকে স্যালুট দিচ্ছেন। এ ছাড়া ভিডিওটির শেষ দিকে একটি স্থিরচিত্রে কালো পোশকে কয়েকজন সশস্ত্র লোককে একটি গাড়ির চারপাশে দেখা যায়।

‘চট্রগ্রাম বিভাগ ছাত্রলীগ’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়রি) দুপুর ১টা ৪০ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় আজ সকাল ভোর ৬টা ১২ মিনিটে দিল্লি এলাহাবাদ থেকে হিন্দলে শরিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে.......... . । দেশবাসীকে অমর একুশে ফেব্রুয়ারি শত শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা বার্তা পাঠিয়েছেন তিনি....... . ।।’ (বানান অপরিবর্তিত)

আজ শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ভিডিওটি ৯৫ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ১ হাজার। পোস্টটিতে ১০২টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৪৮৪। এসব কমেন্টে ভিডিওটি সত্য মনে করে কমেন্ট করেছেন অনেকে। ‘Moudud Ahmmed’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘কি নিরাপত্তা ভাই যে, মাথা নষ্ট’ (বানান অপরিবর্তিত)। ‘Minul Hahan Mizan’ নামে লিখেছে, ‘বাংলাদেশের পক্ষে থেকে ভারতকে জানাই প্রাণঢালা অভিনন্দন এমন ভালোবাসা আমার নেত্রীকে এত ফটো কল দিয়ে নেবার জন্য’ (বানান অপরিবর্তিত)

‘মুক্তিযোদ্ধা চেতনা বন্ধু’, ‘বঙ্গবন্ধুর সৈনিক’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং ‘Hussain Saddam’ নামে পেজ থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে। পাশাপাশি ‘MD FAIZ ULLAH BHUIYAN’ নামের ইউটিউব চ্যানেল থেকেও একই ভিডিও প্রচারিত হয়েছে।

ভিডিওর কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ৫ জানুয়ারি প্রকাশিত।

ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়া হয়েছে দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে দ্য ট্রিবিউনে প্রকাশিত ২০২২ সালের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়া হয়েছে দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে দ্য ট্রিবিউনে প্রকাশিত ২০২২ সালের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ক্যাপশনে লেখা, কৃষকেরা রাস্তা অবরোধ করার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিরোজপুরের যাত্রা বাতিল করেছেন। (ইংরেজি থেকে বাংলায় অনূদিত)

একই তারিখ ও ক্যাপশনে দ্য ট্রিবিউনের ইউটিউব চ্যানেলেও ভিডিওটি পাওয়া যায়।

এসব তথ্যসূত্রে গুগলে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চ করলে দ্য ট্রিবিউনের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২২ সালের ৫ জানুয়ারি ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এই প্রতিবেদনে থাকা একটি ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর শেষের দিকের স্থিরচিত্রের সাদৃশ্য পাওয়া যায়।

ছড়িয়ে পড়া ভিডিওর শেষের দিকের স্থিরচিত্রের সঙ্গে প্রতিবেদনে থাকা একটি ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় কৃষকদের অবরোধের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি ফিরোজপুর–মোগা সড়কের পিয়ারানা গ্রামের কাছে একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিট আটকে ছিলেন। একই কারণে পাঞ্জাবের ফিরোজপুরে নরেন্দ্র মোদির সমাবেশ বাতিল করা হয়।

একই ভাবে গুগলে সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভ, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

এ ছাড়া, ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় গতকাল (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার বিষয়ে গুগলে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ, ভারত বা বৈশ্বিক কোনো সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ভারত সরকারের বিশেষ নিরাপত্তায় গতকাল (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ৫ জানুয়ারি কৃষকদের অবরোধের সময় পাঞ্জাবের ফিরোজপুরে নরেন্দ্র মোদির গাড়িবহরের দৃশ্যকে শেখ হাসিনাকে দিল্লি থেকে হিন্দলে সরিয়ে নেওয়ার দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

হাসপাতালে যুবলীগ নেতা-কর্মীদের মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

চাঁদার দাবিতে দোকানিকে মারধরের ভিডিও ভাইরাল, ঘটনাটি বাংলাদেশের নয়

হাসপাতালের বেড থেকে উঠে দুই রোগীর মারামারিতে জড়ানোর ভিডিওটি ভারতের

কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয়? চিকিৎসাবিজ্ঞান কী বলে

রাজধানীতে কুপিয়ে হত্যা: ভাইরাল ভিডিওটির তথ্য সঠিক নয়

কলকাতায় ওবায়দুল কাদেরের মুখ ঢাকা ছবিটি এআই দিয়ে তৈরি

ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের ‘লাঠিচার্জ’ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবিটি এআই দিয়ে তৈরি