Ajker Patrika

ফ্যাক্টচেক /কলকাতায় ওবায়দুল কাদেরের মুখ ঢাকা ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫: ০২
আওয়ামী লীগের সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা যাওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট
আওয়ামী লীগের সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা যাওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতনের পর জনসাধারণের আনা অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। অনেক নেতা-কর্মী বিদেশও পালিয়ে গেছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা গেছে এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে। ছবিতে একটি হাসপাতালসদৃশ ভবনের সামনে ওবায়দুল কাদেরকে মুখ ঢাকা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এই ছবিসহ একটি পোস্টের ক্যাপশনে লেখা আছে, ‘পলাতক আসামী আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নয়াদিল্লীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসে সেখানে একজন সাংবাদিক তাকে দেখে ছবি তুলতে গেলে সে তার মুখটা ঢেকে রাখার অপচেষ্টা করে.... . অচিরেই তাকে দেশে এনে হত্যার বিচার করা হোক......।’ (বানান অপরিবর্তিত)

‘Sanzana Choity Popy’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শুক্রবার রাত ৮টা ৫২ মিনিটে দেওয়া পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টাপর্যন্ত পোস্টটিতে ৪৭১টি রিঅ্যাকশন পড়েছে, ৭৩টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১০২।

পোস্টে কেউ কেউ এই ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও মন্তব্য করেছেন। Abu Kalam নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘অহংকার পতনের মূল। সব সময় অহংকার করে কথা বলতো এখন লুকিয়ে আছে ভারতে। এর থেকে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে।’ (বানান অপরিবর্তিত) Mamunur Rashid Masum লিখেছে, ‘ছবিটা ওঠালো কে? তাকে ধন্যবাদ।’ (বানান অপরিবর্তিত)

Mohammad Saiful Islam, Tofaggal Hossin Mofa, MD Tuhin এবং Billal Hossain নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছবিটি পোস্ট করা হয়েছে।

ভাইরাল ছবিটির সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চ করা হয়। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে একই ছবিটি পাওয়া যায়। তবে কোনো পোস্টেই তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। ওবায়দুল কাদেরের ফেসবুক পেজেও এমন কোনো ছবি পাওয়া যায়নি।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কিনা আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ একাধিক শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ছবিটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ।

এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট
এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট

পরে এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণের আরেকটি টুল ইজইটএআই দিয়ে যাচাই করের ৯৪ শতাংশ সম্ভাবনা পাওয়া যায়।

এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ ইজইটএআইয়ের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট
এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ ইজইটএআইয়ের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট

সুতরাং, আওয়ামী লীগের সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে ভারতে প্রথমবার দেখা যাওয়ার দাবিটি সত্য নয়। একই দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি। যদিও ওবায়দুল কাদের ভারতের কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রীসহ থাকছেন বলে গণমাধ্যমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত