হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

বয়স্ক ও বিধবা ভাতা, উপবৃত্তি বন্ধের ভাইরাল দাবির কতটুকু সত্য

ফ্যাক্টচেক ডেস্ক

দেশের গরিব বয়স্ক নারী-পুরুষ, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীদের মাসিক ভাতা দিয়ে আসছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর এসব ভাতা কার্যক্রম পরিচালনা করে আসছে। দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর।

সম্প্রতি এসব কর্মসূচিসহ ছাত্র-ছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ করা হয়েছে এমন দাবি করা হচ্ছে ফেসবুকে। গতকাল রোববার (১৮ আগস্ট) ‘কবীর চৌধুরী তন্ময় (Kabir Chowdhury Tanmoy)’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এমন একটি পোস্ট করা হয়।

পোস্টটিতে দাবি করা হয়, ‘ছাত্রছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ!...বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য সব ভাতা আপাতত বন্ধ। এবার খুশি হইসেন তো...স্বাধীনতার প্রথম স্বাদ নিন। কোটা ছিল শুধুই ইস্যু—ভেতরে ছিল অন্য কিছু।’

দাবিটির উৎস অনুসন্ধানে দেখা যায়, অন্তত গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে ফেসবুকে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট আকারে দাবিটি প্রচার করা হচ্ছে। তবে পোস্টগুলোতে এসব ভাতা বন্ধের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানেও কোনো সংবাদমাধ্যমে এসব ভাতা বন্ধের নির্দেশনা নিয়ে কোনো প্রতিবেদন পায়নি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটেও এমন কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা নেই। ছাত্র-ছাত্রীদের সব ধরনের উপবৃত্তি বন্ধ করার দাবিটির পক্ষেও কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরে দাবিটির সত্যতা যাচাইয়ে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা শাখার অতিরিক্ত পরিচালক-১ ফরিদ আহমেদ মোল্লার সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘এমন কোনো নির্দেশনা আমরা পায়নি। বয়স্ক ভাতাসহ কোনো ভাতাই বন্ধের ঘোষণা দেওয়া হয়নি। সবগুলো ভাতাই চলমান।’

একই বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (রেজিস্ট্রেশন ও জনসংযোগ) সৈয়দা রোকেয়া জেসমিনের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে বলেন, ‘এটি গুজব। কারণ, এটি তো একটা কর্মসূচি। এটার বাজেট আছে, এটা হঠাৎ বন্ধ করবে কেন?’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

রাজধানীতে কুপিয়ে হত্যা: ভাইরাল ভিডিওটির তথ্য সঠিক নয়

কলকাতায় ওবায়দুল কাদেরের মুখ ঢাকা ছবিটি এআই দিয়ে তৈরি

ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের ‘লাঠিচার্জ’ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবিটি এআই দিয়ে তৈরি

ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি হয় না, কারণ অন্য

মার্কিন মন্ত্রীর ওপর মুসলিম সাংবাদিকের হামলা দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

নেতানিয়াহুর সঙ্গে ড. ইউনূসের করমর্দনের ছবিটি এডিটেড

শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি— মির্জা ফখরুল এমন মন্তব্য করেননি

নারী–পুরুষকে মারধরের ভিডিও ভাইরাল, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার

গান বাজিয়ে যুবককে মারধরের ভাইরাল ভিডিওটি ২০২২ সালের