Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

রোনালদো ও বেনজেমার টুপি ও টি-শার্ট পরা সেলফিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক  ডেস্ক

রোনালদো ও বেনজেমার টুপি ও টি-শার্ট পরা সেলফিটি এআই দিয়ে তৈরি
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার টুপি ও টি-শার্ট পরিহিত সেলফির ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগ দল আল নাসরের হয়ে খেলেন। আর ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা খেলেন আল ইতিহাদের হয়ে। এই দুই তারকা ফুটবলারের একটি সেলফি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে একই ধরনের সাদা রঙের টুপি ও টি-শার্ট পরা দেখা যায়। তাঁদের পেছনে একটি খাবার টেবিলের আলাদা প্লেটে খেজুর, অন্যান্য ফলমূল ও গ্লাসে শরবত দেখতে পাওয়া যায়। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর গলায় ‘_ul_0’ নামে লেখা দেখা যায়।

Deezell নামে ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার (১১ মার্চ) ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘RONALDO baban MESSI’। গুগলের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ভাষান্তর করলে এর অর্থ দেখায়, ‘রোনালদো মেসির বাবা।’ (হাউসা ভাষা থেকে অনূদিত) একই ক্যাপশনে ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পোস্টটিতে রিয়েকশন পড়েছে ২ লাখ ২০ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজার ৫০০। আর পেজটি থেকে ছবিটি ৩ হাজার ৯০০ বার শেয়ার হয়েছে।

এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছেন। ‘ناصر حسين’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, পৃথিবীর সবচেয়ে দামি রোনালদো তোমাকে দেখে খুশি হলাম, ইনশা আল্লাহ।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) Sk Sahanur Rahaman লিখেছে, ‘খুব খুব সুন্দর ছবি বন্ধু।’ (বাংলায় স্বয়ংক্রিয়ভাবে অনূদিত)

সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘_ul_0’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ ফেব্রুয়ারি করা পোস্টে ছবিটি পাওয়া যায়। এই ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পোশাক, পেছনের টেবিল, খাবারের সাদৃশ্য পাওয়া।

ছড়িয়ে পড়া ছবির সঙ্গে ‘_ul_0’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট।
ছড়িয়ে পড়া ছবির সঙ্গে ‘_ul_0’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট।

‘_ul_0’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়ো অপশনে গিয়ে জানা যায়, এই অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে ছবি তৈরি করা হয়। যার মানে ছড়িয়ে পড়া ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা।

পাশাপাশি এই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে পোস্ট করা এই জাতীয় আরও অনেক ছবি (, , ) দেখতে পাওয়া যায়।

ছবিটি আসলেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি কি না, তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাহায্যে তৈরি ছবি শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ওয়েবসাইটে ছবিটি আপলোড করলে তাতে দেখা যায়, এই ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরির ৯৪ শতাংশ সম্ভাবনা রয়েছে।

হাইভ মডারেশনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট।

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার টুপি ও টি-শার্ট পরিহিত সেলফি ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো ভিডিও খাগড়াছড়িতে নারীকে গুলি করে হত্যার দাবিতে প্রচার

মন্দিরে পূজা দিচ্ছেন নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ছবিটি সম্পর্কে যা জানা গেল

গণপিটুনিতে ১০ বছরের ছেলের মৃত্যু—দাবিটি মিথ্যা, আহত কিশোর এখনো জীবিত

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

মাছ-দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের