Ajker Patrika

ফ্যাক্টচেক /যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ২০ মার্চ ২০২৫, ২৩: ৩০
যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুব দলের এক কর্মী নির্মমভাবে পিটুনি দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট
যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুব দলের এক কর্মী নির্মমভাবে পিটুনি দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

নিজ বাসায় যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের এক কর্মী নির্মমভাবে পেটাচ্ছে— এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, একটি আধাপাকা ঘরের মাঝখানে এক নারীকে বড় লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন এক মধ্যবয়সী পুরুষ। আর ওই নারী মাটিতে গড়াগড়ি খাচ্ছেন।

‘Bodier Matubber’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘এই দখলদার ইউনুস সাহেবের শাসন আমল বাহ্ কি চমৎকার এইমাত্র জানা গেলো যুব মহিলালীগের নেত্রীকে বাসায় গিয়ে হাড়গোড় ভেঙ্গে দিয়েছে যুবদলের এক দুর্ধর্ষ ক্যাডার। দেশে যদি কোন আইন থাকে তাকে আইনের আওতায় আনা হক। আল্লাহর কাছে বিচার দিলাম। একদিন এর কঠিন বিচার হবে।’ (বানান অপরিবর্তিত)

আজ বৃহস্পতিবার দুপুর রাত ৮টা পর্যন্ত ভিডিওটি ১৪ হাজার বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২২৫। পোস্টে ৪৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৭৮। এসব কমেন্টে ভিডিওটি ভিন্ন ঘটনার বলে কেউ কেউ কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন। মো. এনামুল হক এনামুল নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘হে আল্লাহ তুমি জুলুমবাজ দের কাছ থেকে দেশকে রক্ষা করো।’ (বানান অপরিবর্তিত) Uzzal Mridha লিখেছে, ‘কার কাছে বিচার চাইবে এই হতভাগা জাতি।’ (বানান অপরিবর্তিত)

‘সত্যের কথা বলি’, ‘Md Biplob’ ও ‘AR IF’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

এই পোস্টগুলোর কোথাও স্থান বা সূত্রের উল্লেখ নেই।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ভারতীয় সংবাদমাধ্যম ‘news 24 online’ প্রকাশিত একটি প্রতিবেদনের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি আজকে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত হয়। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী ও মধ্য বয়সী পুরুষ, তাঁদের পোশাক, ঘরের অবস্থানের সাদৃশ্য পাওয়া যায়।

যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মী নির্মমভাবে পিটুনি দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর সঙ্গে news 24 online নামে সংবাদ মাধ্যমের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মী নির্মমভাবে পিটুনি দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর সঙ্গে news 24 online নামে সংবাদ মাধ্যমের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

এই প্রতিবেদনটি হিন্দি ভাষায় লেখা। ভাষান্তর করে জানা যায়, ঘটনাটি ভারতের জম্মু ও কাশ্মীর এলাকার। এক ব্যক্তি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানোর ভিডিও পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রিইভার্স ইমেজ সার্চে একই তথ্যে ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকের এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে গতকাল বুধবার (১৯ মার্চ) পাওয়া যায়।

ঘটনার বিস্তারিত জানতে এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিকে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের জম্মুর আম্ব ঘরোটা এলাকার। ভিডিও যাকে দেখা যাচ্ছিল, তার নাম সাদাক হুসেন। তিনি তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে পেটাচ্ছিলেন। সেই ভিডিও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত সাদাক হুসেনকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।

একই তথ্য আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম ETV BharatNews18 এর প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

সুতরাং, যুব মহিলা লীগের নেত্রীকে নিজ বাসায় গিয়ে যুবদলের এক কর্মী নির্মমভাবে পেটানোর দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের ঘটনা নয়। সেটি ভারতের জম্মুতে এক ব্যক্তির স্ত্রীকে পেটানোর ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনাবিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, পরামর্শ দেওয়া ছাড়া কিছু করার ছিল না: জয়শঙ্কর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

সেনানিবাসে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত করে সারজিসের পোস্ট

এসিপির ইফতারে হাতাহাতি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক গ্রেপ্তার

হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বললেন নাসীরুদ্দীন পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত