বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) অধীন ক্যাডার ও নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির যে সাবেক ও বর্তমান ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাঁদের একজন বিপিএসসির চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী। সম্প্রতি দেশের একটি বেসরকারি সম্প্রচারমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে তাঁদের জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসছে আবেদ আলীর জীবনের নানা দিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দ আবেদ আলী স্লোগান দিচ্ছেন—এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকাল মঙ্গলবার।
আবেদ আলীর বিপিএসসির চেয়ারম্যানের গাড়িচালকের বিষয়টি নিশ্চিত হয় সাংবিধানিক প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের কথা থেকে। ড. মোহাম্মদ সাদিক গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম এবং এ টি এম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়িচালক ছিলেন। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন, তখন তিনি বরখাস্ত হন। পরে তাঁকে চাকরিচ্যুতও করা হয়।’
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মঙ্গলবার (৯ জুলাই) ভিডিওটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে দাবি করেন, ভিডিওটিতে থাকা ব্যক্তিটি ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তাহমিনা বেগমের গাড়িচালক ছিলেন। তাঁর পোস্টটি আজ বুধবার (১০ জুলাই) বেলা ১টা পর্যন্ত প্রায় ২ লাখ বার দেখা বা ভিউ হয়েছে।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে স্লোগান দেওয়া ব্যক্তিটি সৈয়দ আবেদ আলী নন। ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘সময়ের গর্জন’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ মে ভিডিওটি রিল আকারে পাওয়া যায়। রিলটি থেকে স্লোগান দেওয়া ব্যক্তিটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও অনুসন্ধানে এই দাবিতে ভাইরাল পোস্টগুলোর কমেন্ট বক্স ঘুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তিটি ‘জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন’ সংক্রান্ত। বিজ্ঞপ্তিটিতে সৈয়দ আবেদ আলীর চেহারার সঙ্গে মিল রয়েছে এমন এক ব্যক্তির ছবি পাওয়া যায়। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ নিজস্ব সূত্রে প্রাথমিকভাবে নিশ্চিত হয় যে, সৈয়দ আবেদ আলীর চেহারার সঙ্গে মিল থাকা ওই ব্যক্তি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা কাজী আবুল হোসেন।
কাজী আবুল হোসেন আরও বলেন, ‘ভিডিওটি আমারই। স্লোগান দেওয়ার ভিডিওটি গত ২৯ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদল ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল থাকতেই পারে। তাই বলে আওয়ামী লীগ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিতে পারে না।’
সুতরাং, এটি নিশ্চিত যে, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সৈয়দ আবেদ আলী স্লোগান দিচ্ছেন দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা ব্যক্তি জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব কাজী আবুল হোসেন।