ফ্যাক্টচেক ডেস্ক
গত সপ্তাহের মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে এই দিনকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সাধারণ ছুটি ছিল।
দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে নির্দেশনা দেন, ১৫ আগস্ট সারা দেশ থেকে নেতা–কর্মীরা যেন ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে। এমন পরিপ্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির ৩২’র বঙ্গবন্ধুর বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এখানে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকারও হন অনেকে। এর মধ্যে বয়োবৃদ্ধ এক নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে, ওই নারীর হাতে প্রজ্জ্বলিত মোমবাতি, আশপাশে জনা পাঁচেক লোক। তাঁর দুই হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছেন তাঁরা। দাবি করা হচ্ছে, এই নারী শতবর্ষী, তিনি ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন।
ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে অর্পিতা চক্রবর্তী নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। অ্যাকাউন্টটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগর থেকে পরিচালনা করা হয়।
বয়োবৃদ্ধ নারীর ছবিটি অ্যাকাউন্টটিতে গত ১৫ আগস্ট রাত ৯টায় পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে অর্পিতা চক্রবর্তী লেখেন, প্রাউড অব ইউ মা (মাই ঠাকুমা)। পোস্টটির কমেন্টবক্সে অর্পিতা চক্রবর্তী বেশ কয়েকজনকে মেনশন করে লেখেন, এখন বুঝতে পারছ তো, এতো রক্ত গরমটা আমার কোথা থেকে আসে? আমি ওনার শিক্ষায় শিক্ষিত।...
কমেন্টবক্সে আরেকটি কমেন্টের উত্তরে অর্পিতা লেখেন, আমাদের বাড়ির প্রতিটি মেয়ে খুব প্রতিবাদী। কেউই অন্যায়ের সঙ্গে আপস করতে শেখে নাই।
পোস্ট ও কমেন্ট সূত্রে অনুমেয়, বয়োবৃদ্ধ এই নারীর সঙ্গে অর্পিতা চক্রবর্তীর পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এটি কোনো আন্দোলন কর্মসূচির। তবে এ কর্মসূচি সম্পর্কে কোনো বর্ণনা পোস্ট থেকে পাওয়া যায়নি।
শতবর্ষী নারী ধানমন্ডি ৩২–এ শ্রদ্ধা জানাতে যাচ্ছেন দাবিতে ভাইরাল ছবিটি সম্পর্কে আরও জানতে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন পাওয়া যায়।