হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

ফ্যাক্টচেক  ডেস্ক

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এই ঘটনার সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গন সরব হয়ে ওঠে। বিশেষ করে দেশটির ক্ষমতাসীন বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সাবেক সভাপতি শুভেন্দু অধিকারী এ নিয়ে বেশ সরব। চিন্ময় দাসের আটক পরবর্তী সময়ে গত বুধবার (২৭ নভেম্বর) শুভেন্দু অধিকারী নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সোয়া তিন মিনিটের একটি ভিডিওপোস্ট করে দাবি করেন, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনা।

মোল্লা কলেজের সামনের সংঘর্ষের ঘটনাকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের দাবিতে টুইট বিজেপি নেতার। ছবি: এক্স

তাঁর টুইটটি আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ৩২ হাজার বার দেখা হয়েছে, রিপোস্ট হয়েছে ৫ হাজার ও রিয়েকশন পড়েছে ১০ হাজার।

অনুসন্ধানে ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এই ২২ সেকেন্ড অংশে বাংলাদেশি নিউজ পোর্টাল বিডিনিউজ ২৪–এর লোগো ও ১০ সেকেন্ড সময়কালে রাজধানী ঢাকায় অবস্থিত ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নামফলক দেখা যায়। ভিডিওটিতেএকদল তরুণকে লাঠিসোঁটা নিয়ে আরেকজনকে মারধর করছে।

ভিডিওটি থেকে পাওয়া এসব তথ্যের সূত্রে বিডিনিউজ ২৪–এর ভেরিফায়েড ফেসবুক পেজে হুবহু একই ভিডিও পাওয়া যায়। গত সোমবার (২৫ নভেম্বর) ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশন থেকে পাওয়া তথ্যানুযায়ী, এটি ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে ধারণ করা।

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সংঘর্ষের ঘটনা। ছবি: বিডিনিউজ ২৪

অর্থাৎ, শুভেন্দু অধিকারীর টুইট করা ভিডিওটির প্রথম ২২ সেকেন্ডের সঙ্গে হিন্দু নির্যাতনের কোনো সম্পর্কই নেই।

প্রসঙ্গত, ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে গত রোববার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এরই জেরে গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সাবেক সভাপতি শুভেন্দু অধিকারী নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হিন্দু নির্যাতনের দাবিতে শেয়ার করেছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে ওই দিন সন্ধ্যাতেই রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছিলেন চিন্ময়ের সমর্থকেরা। ওই অবস্থান কর্মসূচিতে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর টুইট করা ভিডিওটির বাকি অংশটুকুতে এ ঘটনার একটি ফুটেজরয়েছে।

এ ছাড়া গত মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠালে এ সময় তাঁর অনুসারীদেরসঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনার একটি ফুটেজও রয়েছে শুভেন্দু অধিকারীর টুইট করা ভিডিওটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব

নাসার মহাকাশযান মেরিনার ১ কোডিংয়ে হাইফেনের ভুলে ধ্বংস হয়নি, সত্যিটা জানুন

ভারতের নির্বাচন: বাংলাদেশি আলেমের পুরোনো ভিডিও দেখিয়ে মুসলিম বিদ্বেষী প্রচার

‘ভারতে জাল ভোট দিতে কৃত্রিম আঙুল’, ভাইরাল ছবিটির নেপথ্যে

‘হিট স্ট্রোকে ফেরিওয়ালার মৃত্যু’ দাবিতে ভাইরাল ছবিটি ছয় বছরের পুরোনো

নির্বাচনী প্রচারণার পাঁচ দিনে মোদির যত মিথ্যাচার, লাগাম পরাবে কে

‘ডলি চাইওয়ালা’ উইন্ডোজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিল গেটস কি এমন ঘোষণা দিয়েছেন?

রান্না খারাপ হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিলেন স্বামী! যা জানা গেল

সেকশন