ফ্যাক্টচেক ডেস্ক
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিডিওটি বাংলাদেশের। খেয়াল করে দেখো...এই নারীর বাংলাদেশে ভালো ব্যবসা ছিল, তার বাসায় মুসলিম ভাড়াটিয়ারা থাকত। গতকাল সেই মুসলিম ভাড়াটিয়ারা আরও কিছু মুসলিমকে ডেকে আনে এবং তার বাড়ি দখল করে নেয়, এরপর প্রায় ৩৫ জন মুসলিম মিলে তাকে ধর্ষণ করে।’
তার টুইটটি পাঁচ হাজারের বেশি রিপোস্ট হয়েছে, দেখা হয়েছে ২ লাখ ৬২ হাজারের বেশি।
ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘সামিউল বাসির বিন হোসেন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। গত সোমবার (১১ নভেম্বর) অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আমার বোন কোহিনূর। কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগ। যদি বেঁচে থাকি, তোর শরীর থেকে ঝরে পড়া প্রতিটা রক্তের বিন্দুর হিসাব নেওয়া হবে, তোরে ভাই হিসেবে কথা দিলাম।’
রুহুল ফারুক নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে এই নারী সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টটির প্রোফাইলে থাকা তথ্যানুযায়ী, রুহুল ফারুক নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার কৃষক লীগ সভাপতি।
গত মঙ্গলবার ভাইরাল ভিডিওটিতে থাকা একই নারীর ছবিসহ আহত আরেকজন পুরুষের ছবি পোস্ট করে রুহুল ফারুক লিখেন, ‘আমরা শুরুটা করতে পেরেছি, ইনশা আল্লাহ শেষটা ভালো হবে। ১০-১১-২০২৪ তারিখের প্রোগ্রামে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল ভাই ও কোহিনূর আপা গুরুতর আহত এবং দুজনেই গ্রেপ্তার হয়েছে। তাদের ওপর হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এই দুই পোস্টের সূত্রে আরও খুঁজে দৈনিক প্রথম আলোয়
গত সোমবার ‘গুলিস্তান থেকে গ্রেপ্তার ৮ নারীসহ ৫৫ জন কারাগার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, তিন মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকে নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্টে অনেকে সমবেত হয়েছিল। এ সময় অনেককে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছেন।
এ নারীদের মধ্যে কোহিনূর (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। কোহিনূরের পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সমাবেশে আসা অনেককে গণ-অভ্যুত্থানের পক্ষের পরিচয় দিয়ে একদল লোক বেদম মারধর করে। তাঁদের মারধরে বেশ আহত হন কোহিনূর, তাঁর মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরছিল।
অনুসন্ধানে এ নারীর ফেসবুক অ্যাকাউন্টটিও খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ‘Kahinur Akther’ নামের অ্যাকাউন্টটিতে থাকা ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর নারীর ছবির মিল রয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে মুসলিম ভাড়াটিয়াদের হিন্দু নারীর বাড়ি দখল করে তাঁকে গণধর্ষণের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, বাংলাদেশে মুসলিম ভাড়াটিয়াদের হিন্দু নারীর বাড়ি দখল করে তাঁকে ধর্ষণ করা হয়েছে দাবিটি মিথ্যা।
বাংলাদেশে এক হিন্দু নারীকে গণধর্ষণ করা হয়েছে দাবিতে মাইক্রোব্লগিং সাইট এক্সে ১৮ সেকেন্ডের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে দেখা যাচ্ছে, রক্তাক্ত এক নারীকে বেশ কয়েকজন পুলিশ সদস্য কোথাও নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দীপক শর্মা নামের একটি ভারতীয় এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি টুইট করে দাবি করা হয়, ‘ভিডিওটি বাংলাদেশের। খেয়াল করে দেখো...এই নারীর বাংলাদেশে ভালো ব্যবসা ছিল, তার বাসায় মুসলিম ভাড়াটিয়ারা থাকত। গতকাল সেই মুসলিম ভাড়াটিয়ারা আরও কিছু মুসলিমকে ডেকে আনে এবং তার বাড়ি দখল করে নেয়, এরপর প্রায় ৩৫ জন মুসলিম মিলে তাকে ধর্ষণ করে।’
তার টুইটটি পাঁচ হাজারের বেশি রিপোস্ট হয়েছে, দেখা হয়েছে ২ লাখ ৬২ হাজারের বেশি।
ভিডিওটি সম্পর্কে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে ‘সামিউল বাসির বিন হোসেন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। গত সোমবার (১১ নভেম্বর) অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আমার বোন কোহিনূর। কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ কৃষক লীগ। যদি বেঁচে থাকি, তোর শরীর থেকে ঝরে পড়া প্রতিটা রক্তের বিন্দুর হিসাব নেওয়া হবে, তোরে ভাই হিসেবে কথা দিলাম।’
রুহুল ফারুক নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে এই নারী সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। অ্যাকাউন্টটির প্রোফাইলে থাকা তথ্যানুযায়ী, রুহুল ফারুক নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার কৃষক লীগ সভাপতি।
গত মঙ্গলবার ভাইরাল ভিডিওটিতে থাকা একই নারীর ছবিসহ আহত আরেকজন পুরুষের ছবি পোস্ট করে রুহুল ফারুক লিখেন, ‘আমরা শুরুটা করতে পেরেছি, ইনশা আল্লাহ শেষটা ভালো হবে। ১০-১১-২০২৪ তারিখের প্রোগ্রামে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল ভাই ও কোহিনূর আপা গুরুতর আহত এবং দুজনেই গ্রেপ্তার হয়েছে। তাদের ওপর হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।’
এই দুই পোস্টের সূত্রে আরও খুঁজে দৈনিক প্রথম আলোয়
গত সোমবার ‘গুলিস্তান থেকে গ্রেপ্তার ৮ নারীসহ ৫৫ জন কারাগার’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, তিন মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকে নূর হোসেন দিবস উপলক্ষে গত রোববার দুপুরে গুলিস্তানের জিরো পয়েন্টে অনেকে সমবেত হয়েছিল। এ সময় অনেককে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে ৫৫ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে অন্তত আটজন নারী রয়েছেন।
এ নারীদের মধ্যে কোহিনূর (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। কোহিনূরের পরিচয়ে উল্লেখ করা হয়েছে, তিনি রাজধানীর হাজারীবাগের বাসিন্দা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সমাবেশে আসা অনেককে গণ-অভ্যুত্থানের পক্ষের পরিচয় দিয়ে একদল লোক বেদম মারধর করে। তাঁদের মারধরে বেশ আহত হন কোহিনূর, তাঁর মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরছিল।
অনুসন্ধানে এ নারীর ফেসবুক অ্যাকাউন্টটিও খুঁজে পায় আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ‘Kahinur Akther’ নামের অ্যাকাউন্টটিতে থাকা ছবির সঙ্গে ভাইরাল ভিডিওর নারীর ছবির মিল রয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে মুসলিম ভাড়াটিয়াদের হিন্দু নারীর বাড়ি দখল করে তাঁকে গণধর্ষণের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেছে বলেও কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, বাংলাদেশে মুসলিম ভাড়াটিয়াদের হিন্দু নারীর বাড়ি দখল করে তাঁকে ধর্ষণ করা হয়েছে দাবিটি মিথ্যা।
এলিস থমাস নামের এক ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষকের বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সাহায্য করেছে এআই পরিচালিত বট নেটওয়ার্ক।
২ দিন আগেগত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘প্রবাসী জীবন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পাঁচ শতাধিক শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে ৪ হাজারের বেশি। ভিডিওটি দেখা হয়েছে ৪২ হাজার বার।
২ দিন আগেট্রাম্পের পাশাপাশি শেখ মুজিবুর রহমান এবং নব্বইয়ের দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণ–আন্দোলনে নিহত নূর হোসেনের প্ল্যাকার্ডসহ আরেকটি ছবি এই হ্যান্ডল থেকে টুইট করে লেখা হয়, ‘বাংলাদেশে শুধুমাত্র ট্রাম্পকে সমর্থন করার কারণে সাধারণ মানুষদের গ্রেপ্তার করা হচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশ কোথায় যাচ্ছে?’
৩ দিন আগে‘বঙ্গবন্ধুর সৈনিক আমরা’ নামের একটি ফেসবুক পেজে ৩২ সেকেন্ডের এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘শুভ সকাল নূর চত্বরের দিকে যাচ্ছে। শুভ হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
৪ দিন আগে