Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবিটি এআই দিয়ে তৈরি

ফ্যাক্টচেক  ডেস্ক

ফিলিস্তিনের পতাকা হাতে মেসির ছবিটি এআই দিয়ে তৈরি
ফুটবল তারকা লিওনেল মেসির পতাকা হাতে ফিলিস্তিনের মুক্তি চাচ্ছেন দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গণহত্যা চলছেই। গত রোববার একদিনে প্রায় ৫০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভের তথ্য গণমাধ্যমে এসেছে।

এরই মধ্যে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি ফিলিস্তিনের পতাকা তুলে ধরে ফিলিস্তিনের মুক্তি চাচ্ছেন— এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।

ছবিতে দেখা যায়, লিওনেল মেসি ফিলিস্তিনের পতাকা ধরে আছেন এবং তাঁর পরনে লাল-সবুজ জার্সিতে ইংরেজিতে লেখা ‘ফ্রি প্যালেস্টাইন’।

OutDoor Love নামে ফেসবুক পেজ থেকে গত সোমবার (৭ এপ্রিল) রাত ৮টা ৫১ মিনিটে ছবিটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা ‘Lionel Messi’।

আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত পোস্টটিতে রিয়েকশন পড়েছে ৬৩ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৪ হাজার। আর পেজটি থেকে ছবিটি ১ হাজার ৯০০ বার শেয়ার হয়েছে।

এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সত্য ভেবে মন্তব্য করেছে।

ছবিটি গতকাল মঙ্গলবার Emran bin SadeqMN Rizvi নামে ইউটিউব চ্যানেল থেকেও প্রচার করা হয়েছে।

ভাইরাল ছবিটির সত্যতা জানতে রিভার্স ইমেজ সার্চ করা হয়। বিভিন্ন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একই ছবিটি পাওয়া যায়। তবে কোনো পোস্টেই তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।

এছাড়া লিওনেল মেসির সোশ্যাল মিডিয়া অ্যকাউন্টগুলোতেও এমন কোনো ছবি পাওয়া যায়নি।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ একাধিক শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ছবিটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৫ শতাংশ।

এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট
এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট

পরে এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণের আরেকটি টুল ইজইটএআই দিয়ে যাচাই করের ৯৯ দশমিক ৫ শতাংশ সম্ভাবনা পাওয়া যায়।

এআই দিয়ে তৈরি ছবি শনাক্তকরণ টুল হাইভ ইজইটএআইয়ের ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফিলিস্তিনের পতাকা হাতে ফুটবল তারকা লিওনেল মেসির ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

কাশ্মীরে হামলাকারীদের আস্তানা জ্বালিয়ে দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানি সেনা নিহতের দাবিতে ছড়ানো ভিডিওগুলো পুরোনো

মার্কিন মন্ত্রীর ওপর মুসলিম সাংবাদিকের হামলা দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ঘটনার

মন্দিরে পূজা দিচ্ছেন নাসা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ছবিটি সম্পর্কে যা জানা গেল

বন্ধু মোদির সঙ্গে দেখা করতে ভারতে ডোনাল্ড ট্রাম্প— ভিডিওটি পুরোনো

অন্ধকারে রাস্তায় পড়ে জখম তরুণী, ভাইরাল ভিডিওটির ঘটনাস্থল বাংলাদেশ নয়

লস অ্যাঞ্জেলেসের দাবানল ঠেকাতে আজান— ভাইরাল ভিডিওটি পাকিস্তানের

লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়নি, ভাইরাল ভিডিওটি চিলির

ঢাকায় কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষকে হিন্দু নির্যাতনের ঘটনা দাবি বিজেপি নেতার

নূর হোসেন দিবসে রক্তাক্ত কৃষক লীগের নেত্রীকে ‘ধর্ষিত হিন্দু নারী’ বলে এক্সে ভারতীয়দের গুজব