গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় আজকাল দেখা যায় ‘ভিক্ষুক মুক্ত এলাকা’ লেখা সাইনবোর্ড। ভিক্ষাবৃত্তি এ শহরে অনেকেরই পেশা, সেটি বোধ করি কারও অজানা নয়। এই পেশাজীবী ভিক্ষুকদের জন্য সত্যিকারের অনাহারী ও অসহায় মানুষেরাই বরং অনেক সময় সাহায্য থেকে বঞ্চিত হন।
আজকাল রাস্তাঘাট ও বাসা-বাড়ি ছাপিয়ে ডিজিটাল ভিক্ষাবৃত্তির এক মহোৎসব দেখা যায় ফেসবুকে। আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে নানা সময়ে বেরিয়ে এসেছে, এসব সাহায্য প্রার্থনার আড়ালে চলছে রমরমা বাণিজ্য।
বীভৎস ছবি ব্যবহার করে কোনো ব্যক্তির মানবিক বর্ণনা দিয়ে সাহায্য প্রার্থনার এই পোস্টগুলোতে জুড়ে দেওয়া হয় মোবাইল নম্বর। টাকা পাঠানোর জন্য উল্লেখ করা সেসব মোবাইল কখনোই খোলা পাওয়া যায় না; খোলা থাকলেও কল ধরা হয় না।
অন্যদিকে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখা যায়, ছবির চরিত্রটি হয়তো আগেই সুস্থ হয়ে গেছেন, নয়তো তিনি বাংলাদেশেরই নন।
যাচাই করে দেখা যায়, পোস্টগুলোর সঙ্গে ব্যবহার করা ছবিগুলো সবুজ নামের কোনো শিশুর নয়। এগুলো ভারতের কেটো নামের একটি ওয়েবসাইট থেকে নেওয়া। কেটো নামের এই ওয়েবসাইট অসুস্থ রোগীর তথ্য ও ছবি দিয়ে অর্থ সাহায্য সংগ্রহ করে। সেখানে ওই রোগীর চিকিৎসা-সংক্রান্ত সকল তথ্যও জুড়ে দেওয়া হয়। রোগী সুস্থ হয়ে গেলে সেটিও জানিয়ে দেওয়া হয়।
এর আগেও আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে এমন একাধিক প্রতারণামূলক পোস্টের প্রমাণ উঠে এসেছে। এ রকম কিছু প্রতিবেদন পড়ুন:
- তাসমিয়া নয়, ছবিটি এক ভারতীয় শিশুর
- নোয়াখালীতে এ ধরনের কোনো রোগীর খোঁজ মেলেনি
- অসুস্থ শিশুটির জন্য সাহায্য পাঠিয়ে প্রতারিত হবেন না
সম্প্রতি ভিন্ন ঘটনা থেকে ছবি সংগ্রহ করে সেটি ব্যবহার করে মিথ্যে গল্প লিখে ফেসবুকে সাহায্য চাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে ফেসবুকে অসহায় কোনো ব্যক্তির ছবি দেখে সেখানে উল্লেখ করা ফোন নম্বরে টাকা পাঠানোর আগে সেটি যাচাই করে নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন ফ্যাক্টচেক:
- আইভীর মাথায় শামীম ওসমানের হাত রাখার ছবিটি সাম্প্রতিক নয়
- ব্যালট পেপার হাতে শামীম ওসমানের ছবিটি আজকের নাসিক নির্বাচনের নয়
- কানাডায় যাওয়ার সময় মুরাদ কি ভিক্টরি সাইন দেখিয়েছেন?
- এই ছবি মুরাদ হাসানের নয়
- ছাত্রলীগের সাম্প্রতিক সংঘর্ষের ছবি নয় এটি
- উড়োজাহাজে আগুনের ঘটনাটি একটি মহড়ার
- বুয়েটে পড়তে ওই তিন নারীকে মামলা করতে হয়নি
- ৮২৩ বছর নয়, প্রায় প্রতিবছরই এমন ঘটনা ঘটে