বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৩, ১৭: ১৯

জি-২০ সম্মেলনের আগে বাংলাদেশের ঝাউতলা পটুয়াখালী নামের একটি জায়গার ছবিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের শ্রীনগরের বুলেভার্ড রোড হিসেবে। 

টুইটারে দেওয়া ছবিটির পরিচয় করিয়ে দিতে গিয়ে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বুলেভার্ড রোডের অনেক সংস্কার করা হয়েছে। আজ সোমবারই কাশ্মীরে শুরু হতে যাচ্ছে এই সম্মেলন।

ছবির এই ভুল ধরেছে ভারতের অনলাইন পোর্টাল দ্য কুইন্ট ডটকম। ‘Jhautola Patuakhali’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি নেওয়া হয়েছে বলে গণমাধ্যমটির অনুসন্ধানে বের হয়। যিনি শেয়ার করেছেন, তাঁর নাম আকিব মির। প্রোফাইল ঘেঁটে তাঁকে বিজেপির সমর্থক বলেই মনে হয়। পোস্টে তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে; বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাও বাদ পড়েননি।  

গুগল ম্যাপে কাশ্মীরের বুলেভার্ড রোডটি শনাক্ত করেও টুইটারের ছবিটির সঙ্গে মিল পাওয়া যায়নি। ইউটিউবে বুলেভার্ড রোডের সাম্প্রতিক একটি ভিডিও পরীক্ষা করেও এর সঙ্গে ভাইরাল হওয়া ছবিটির কোনো মিল পাওয়া যায়নি।

এদিকে শ্রীনগরের বুলেভার্ড রোডে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ পুলিশ ফোর্সের টহলের একটি ছবি ১৮ মে প্রকাশ করে সিয়াসাত ডেইলি। এর সঙ্গেও ভাইরাল ছবিটির কোনো মিল ছিল না।

এবার জি-২০ সম্মেলন ডাল হ্রদের তীরে অবস্থিত কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (এসকেআইসিসি) অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের আগস্টে বিশেষ মর্যাদা বাতিলের পর এটি জম্মু ও কাশ্মীরে প্রথম কোনো বৈশ্বিক আয়োজন।

কুইন্ট ডটকম তাদের অনুসন্ধানের উপসংহার টানে এভাবে, জি-২০ সম্মেলনের আগে শ্রীনগরের ‘সংস্কার করা’ এক সড়ক হিসেবে ভুলক্রমে বাংলাদেশের একটি সড়কের ছবি দেওয়া হয়েছে।

null

বছরজুড়ে আলোচিত যত গুজব

null

বাংলাদেশের রাস্তাকে কাশ্মীরের শ্রীনগরের বলে চালালেন বিজেপি সমর্থক 

null

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও

null

মঞ্চ ভেঙে শিল্পী অদৃশ্য: কোক স্টুডিও বাংলা কনসার্টে নয়