Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > দেশ

নারী–পুরুষকে মারধরের ভিডিও ভাইরাল, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার

ফ্যাক্টচেক  ডেস্ক

নারী–পুরুষকে মারধরের ভিডিও ভাইরাল, ভারতের ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার
দুইজন মধ্যবয়সী পুরুষ ব্যক্তি মিলে একজন তরুণী ও একজন যুবককে মারধরের ভিডিও দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

দুজন মধ্যবয়সী পুরুষ মিলে এক তরুণী ও এক যুবককে মারধর করছে—এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে একটি পুরোনো ভবনের সামনে দুজন পুরুষ এক নারী ও এক পুরুষকে ইট ও লাঠি দিয়ে মারধর করতে দেখা যাচ্ছে। নারীটিও পাল্টা আঘাতের চেষ্টা করছেন।

‘Awami Leaque Gopalgonj’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বুধবার দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ক্যাপশনে লেখা, ‘ব্রেকিং নিউজ দেশের বর্তমান অবস্থা শেষ, ভালো নেই দেশ।’ (বানান অপরিবর্তিত)

আজ শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টা ভিডিওটি ১০ লাখ বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ৯ হাজার ২০০ রিঅ্যাকশন পড়েছে, ৬৫৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৫ হাজার ৩০০। পোস্টে কেউ কেউ এই ভিডিওটি অন্য দেশের উল্লেখ করে কমেন্ট করেছেন। আবার অনেকে বাংলাদেশের ঘটনা লিখেও মন্তব্য করেছেন।

Momin Uddin নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ইউনূসের আমল কেমন চলছে।’ (বানান অপরিবর্তিত) Rubel Sd লিখেছে, ‘দেশের মধ্যে কেউ আছে আমার তো মনে হয় না যে দেশের মধ্যে আছে অসহায়ের মধ্যে কিভাবে মহিলাকে আর পুরুষকে মারতেছে।’ (বানান অপরিবর্তিত)

রুপা আক্তার নামে ফেসবুক পেজ, Littlee Mujibটাংগাইল সদর আওয়ামী লীগ নামে অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Bharat Samachar নামে ভারতীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। এটি গত ১ এপ্রিলে পোস্ট করা হয়। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে মারধর করা দুই ব্যক্তির অবস্থান, মারধরের ভঙ্গি, পোশাক, মারধরের শিকার তরুণী ও যুবকের অবস্থানের সাদৃশ্য রয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে Bharat Samachar–এর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে Bharat Samachar–এর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

হিন্দি ভাষায় লেখা ভিডিওর ক্যাপশন স্বয়ংক্রিয় ভাবে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, এটি ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকার দুই পক্ষের সংঘর্ষের ঘটনা।

এই পোস্টে গত ১ এপ্রিলে ভারতের মহারাজগঞ্জ থানা পুলিশের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি রিপ্লাই দিতে দেখা যায়।

রিপ্লাইয়ে মহারাজগঞ্জ থানা–পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘এই ঘটনায় থানায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।’

News1India নামে আরেকটি ভারতীয় অনলাইন সংবাদমাধ্যমের এক্স অ্যাকাউন্টে গত ৩১ মার্চ একই তথ্যে ভিডিওটি পোস্ট করে।

dynamitenews সংবাদমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে dynamitenews নামে ভারতীয় একটি অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গত ৩১ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

হিন্দি ভাষায় লেখা প্রতিবেদনটি ক্যাপশনটি স্বয়ংক্রিয় ভাবে ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলার পানিয়ারা থানা এলাকায় জমি সংক্রান্ত বিরোধে একটি পক্ষ অপর পক্ষকে ইট ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এই ঘটনায় স্থানীয় পুলিশ এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।

সুতরাং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মহারাজগঞ্জ জেলায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার ভিডিওটি বিভ্রান্তিকর

নারীকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপের ভিডিওটি সাজানো

প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

হাসপাতালে যুবলীগ নেতা-কর্মীদের মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

চাঁদার দাবিতে দোকানিকে মারধরের ভিডিও ভাইরাল, ঘটনাটি বাংলাদেশের নয়

হাসপাতালের বেড থেকে উঠে দুই রোগীর মারামারিতে জড়ানোর ভিডিওটি ভারতের

রাজধানীতে কুপিয়ে হত্যা: ভাইরাল ভিডিওটির তথ্য সঠিক নয়

কলকাতায় ওবায়দুল কাদেরের মুখ ঢাকা ছবিটি এআই দিয়ে তৈরি

ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের ‘লাঠিচার্জ’ দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার

নেতানিয়াহুর সঙ্গে ড. ইউনূসের করমর্দনের ছবিটি এডিটেড