হোম > স্বাস্থ্য

কৃমি থেকে শিশুকে বাঁচাতে

অধ্যাপক ডা. আমির হোসেন 

ঢাকা: শিশুর জটিল সমস্যাগুলোর একটি হলো কৃমি সমস্যা। সারা পৃথিবীতেই শিশুর বিভিন্ন ধরনের কৃমির প্রাদুর্ভাব দেখা যায়। কৃমির হাত থেকে শিশুকে বাঁচাতে, কেন কৃমি হয় সে সম্পর্কে জানাটা খুব জরুরি।

কৃমি হওয়ার কারণ:

  • পুষ্টিহীনতা শিশুর কৃমি হওয়ার জন্য অনেকাংশে দায়ী।
  • নিরাপদ ও বিশুদ্ধ পানির অভাব।
  • অপরিচ্ছন্নতা, খাওয়ার আগে হাত না ধোয়া।
  • খালি পায়ে হাঁটা।
  • রান্নার আগে শাকসবজি ভালো করে না ধুয়ে রান্না করা।
  • অস্বাস্থ্যকর ও নোংরা বাথরুম ব্যবহার করা।
  • খালি পায়ে বাথরুম ব্যবহার করা।
  • ফলমূল না ধুয়ে খাওয়া। 

অনেকের ধারণা পেটে ২-১টা কৃমি থাকা ভালো। এ ধারণা মোটেই ঠিক নয়। কৃমি শরীরের কোনো উপকার করে না, বরং ক্ষতিই করে। কৃমি হজমে সাহায্য না করে উল্টো বদহজম, অজীর্ণ, ক্ষুধামন্দা ও পেটের অসুখ সৃষ্টি করে। মিষ্টি খেলে কৃমি হয়, এমন কথাও বলেন কেউ কেউ। মিষ্টি খাওয়ার সঙ্গে কৃমি হওয়ার ব্যাপারটি কোনোভাবেই যুক্ত নয়। নোংরা, ময়লা পরিবেশ, স্যাঁতসেঁতে মাটি হচ্ছে কৃমির জন্য আরামপ্রদ আবাসস্থল, যেখানে কৃমির ডিম ও বাচ্চা থাকে। সেসব নোংরা স্থানে চলাফেরা করলে কৃমি পায়ের তালু ভেদ করে শরীরে ঢুকে পড়ে। নোংরা স্থানের মাটি ও ময়লা হাত দিয়ে স্পর্শ করলে অসবাধানতা ও অপরিচ্ছন্নতার সুযোগে তা নখ দিয়ে শরীরে ঢুকে পড়তে পারে। এ ছাড়া নোংরা পানিতেও কৃমির ডিম বা বাচ্চা থাকতে পারে। দূষিত পানি পান করার কারণেও কৃমি শরীরে ঢুকে পড়ে।

কৃমি থেকে বাঁচার উপায়

  • শিশুকে বিশুদ্ধ পানি পান করানো
  • খাবার আগে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস তৈরি করা
  • স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে শেখানো
  • পায়খানার পরে, খেলাধুলা বা কাজকর্মের শেষে সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করা শেখানো
  • অন্যের পোশাক, তোয়ালে বা রুমাল ব্যবহার না করতে শেখানো

লেখক: মেডিসিন এবং হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, সাবেক অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে সন্তান অটিস্টিক হওয়ার ঝুঁকি বাড়ে: গবেষণা

বাংলাদেশ-ভারতসহ এশিয়ার ৪ দেশের খাবারে বিষাক্ত রাসায়নিক: গবেষণা

ডিএনএ মেরামতকারী প্রোটিনের গঠন আবিষ্কার, ক্যানসার চিকিৎসায় খুলতে পারে নতুন দিগন্ত

পুরুষেরা স্বাস্থ্য নিয়ে উদাসীন, অসংক্রামক রোগ সামলাতে কৌশল খুঁজছে যুক্তরাজ্য

আপনার শিশু কি লম্বা হচ্ছে না

গরমের ৫ রোগের সমাধান

স্বাস্থ্যের নীরব ঘাতক শব্দদূষণ

এ সময়ের পুষ্টি ভাবনা

গরমে শিশুকে সুস্থ রাখতে

মিটফোর্ডের ক্যানসার বিভাগ যেন নামসর্বস্ব