Ajker Patrika
হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

কখন ও কীভাবে মাস্ক পরবেন

অনলাইন ডেস্ক

কখন ও কীভাবে মাস্ক পরবেন

বিশ্বব্যাপী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ জটিল আকার ধারণ করছে। করোনাভাইরাস থেকে সুরক্ষা ও বাঁচার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কিছু পরামর্শ দিয়েছে। তার মধ্যে মাস্ক কখন ও কীভাবে পরতে হবে, সে বিষয়েও সুনির্দিষ্ট করে বলে দিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাস থেকে সুরক্ষা ও বাঁচার জন্য আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। কিন্তু করোনা থেকে পুরোপুরি সুরক্ষার জন্য একটি মাস্কই যথেষ্ট নয়।

যেকোনো মহামারির সময়ের সবচেয়ে ভালো নিরাপত্তা নীতি হলো, আশপাশের মানুষকে সুরক্ষিত রাখা। কারণ, আশপাশের মানুষ সুরক্ষিত থাকলেই নিজে সুরক্ষিত থাকা যায়। এ জন্য শারীরিক দূরত্ব, মাস্ক পরা, ঘরে ভালোভাবে বায়ু চলাচল করার ব্যবস্থা, ভিড় এড়ানো, হাত পরিষ্কার রাখা, হাচি-কাশি দেওয়ার সময় কনুই বাঁকা করে মুখের সামনে ধরার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ সময় অন্য মানুষের আশপাশে গেলে মুখে মাস্ক পরে যান। মাস্ক যথাযথভাবে ব্যবহার করুন এবং এটি পরিষ্কার রাখুন।

  • মাস্ক খোলার সময় হাত পরিষ্কার করে নিতে হবে। এ ছাড়া যেকোনো সময় মাস্কে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করতে হবে।
  • মাস্ক দিয়ে নাক, মুখ ও চিবুক ঢাকতে হবে।
  • মাস্ক খুলে পরিষ্কার প্লাস্টিক ব্যাগে রাখতে হবে।
  • সুতি মাস্ক প্রতিদিন ধুয়ে নিতে হবে।
  • মেডিকেল (সার্জিক্যাল) মাস্ক ডাস্টবিনে ফেলতে হবে।
  • ভাল্ভযুক্ত (বাতাস প্রবেশ করে বা বের হতে পারে এমন) মাস্ক পরা যাবে না।

স্বাস্থ্যকর হলেও নিয়ম মেনে খেতে হবে এসব খাবার

কফি পানের উপকারিতা এবং সতর্কতা

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে ডায়াবেটিস রোগীদের ১০ খাবার

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা রাখতে পারেন খাদ্যতালিকায়

পালংশাক কাঁচা খাবেন, নাকি রান্না করা

মন শান্ত রাখার ৯ উপায়

মাসল ক্র্যাম্প প্রতিরোধে প্রাকৃতিক উপায়

সবুজ জুসে সুস্থ থাকুন

পেটের সমস্যা দূরে ঘরোয়া উপাদান