Ajker Patrika
হোম > বিশ্ব

সমকামী বিয়েতে অনুমোদন দিল চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ

অনলাইন ডেস্ক

সমকামী বিয়েতে অনুমোদন দিল চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ

সমকামী বিয়েতে অনুমোদন দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির পার্লামেন্টের নিম্নকক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার বিলটি পাস হয়। এই বিলটি এখন চিলির সিনেটে পাঠানো হবে। সেখানে পাস হলেই সমকামী বিয়ে বৈধ হবে বলে গণ্য করা হবে চিলিতে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চিলির নিম্নকক্ষে সমকামী বিয়ের বৈধ করার পক্ষে ৯৭টি এবং বিপক্ষে ৩৫টি ভোট পড়ে। এরই মধ্যে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা সমকামী বিয়ের পক্ষ থেকে তাঁর সমর্থনের কথা জানিয়েছে। 

 চিলির দীর্ঘকাল ধরে একটি রক্ষণশীল খ্যাতি রয়েছে। তবে সম্প্রতি সময়ে অনেক চিলিয়ান সমকামী বিয়েকে সমর্থন করতে দেখা যাচ্ছে। 

চিলিতে সমকামীদের মধ্যে ‘সিভিল ইউনিয়ন' বৈধ করা হয়। বিতর্কিত এই আইনের অনুমোদনের পর চিলিতে সমকামীদের মধ্যে ‘পার্টনারশিপ' বা যৌথ জীবন বৈধতা পেয়েছে। তবে এতে তাঁরা বিয়ে করা দম্পতিদের মতো সুবিধা ভোগ করতে পারেন না। 

 চিলির সিনেট সমকামী বিয়ের বৈধতার বিলটিতে অনুমোদন দেওয়ার পর এটি প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার কাছে যাবে। তিনি স্বাক্ষর করলে ৯০ দিনের মধ্যে এটি প্রজ্ঞাপন আকারে আইনে পরিণত হবে।

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

স্যুটকেসে মিলল রাহুল গান্ধীর সান্নিধ্যে আসা কংগ্রেস তরুণীর মরদেহ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

মাকে মারধর করে রক্ত পানের হুমকি মেয়ের