Ajker Patrika

কাশ্মীর হামলায় জড়িত ৩ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­
সন্দেহভাজন সেই ৩ জনের স্কেচ। ছবি: সংগৃহীত
সন্দেহভাজন সেই ৩ জনের স্কেচ। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় জড়িত সন্দেহে ৩ জনের স্কেচ প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এই হামলায় ২৬ জন নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা সংস্থা গতকাল মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় জড়িত ৩ জনের স্কেচ প্রকাশ করেছে। এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। নিরাপত্তা সংস্থাগুলো দাবি করেছে, এরা সবাই লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত। এদের মধ্যে অন্তত দুজন বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার প্রক্সি গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ গতকালের হামলার দায় স্বীকার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছেছেন এবং কাশ্মীরের রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

হামলার ঘটনার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে ছিলেন। হামলার খবর পেয়ে তিনি তাঁর সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরেন। এর আগে মোদি এই সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে, তাদের বিচারের আওতায় আনা হবে...তাদের রেহাই দেওয়া হবে না! তাদের নোংরা প্রচেষ্টা কখনোই সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দৃঢ় অঙ্গীকার অটল এবং এটি আরও শক্তিশালী হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বুধবার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে অমিত শাহ লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানালাম। ভারত সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না। এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার অপরাধীরা রেহাই পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেসিকে ১৫ কোটি টাকার ঘড়ি উপহার দিলেন আম্বানি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ