Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাল চীন-রাশিয়া

অনলাইন ডেস্ক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাল চীন-রাশিয়া
মিয়ানমারের রাজধানী নেপিডোতে ক্ষতিগ্রস্ত প্যাগোডা। ছবি: এপি

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠিয়েছে চীন ও রাশিয়া। আজ শনিবার ভোরে চীনের ৩৭ সদস্যের একটি দল ইয়াঙ্গুনে পৌঁছায়।

থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

চীনা উদ্ধারকারী দল সঙ্গে এনেছেন প্রাণীর অস্তিত্ব শনাক্তকারী যন্ত্র, ড্রোন ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা।

অন্যদিকে, রাশিয়া দুটি উড়োজাহাজে উদ্ধারকর্মী পাঠিয়েছে। মস্কো থেকে তাঁদের রওনা হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। অন্তত ১৪৪ নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে ইরাবতী নদীর ওপর নির্মিত সেতু।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। অত্যন্ত শক্তিশালী এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৯ দশমিক ৬ কিলোমিটার বা ৬ মাইল। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় এটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। ভূমিকম্পের ১১ মিনিট পর ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটার শক রেকর্ড করা হয়। এর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।

বিজেপি সরকারের ওয়াক্ফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে কংগ্রেস

দুই দিন ধরে তুর্কি বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী

ভারতে মুসলমানদের ওয়াক্ফ বোর্ডে থাকবে ২ অমুসলিম সদস্য, বিল পাস

তুরস্ক–গ্রিস উপকূলে পৃথক নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

জনমানবহীন দ্বীপের ওপরও ট্রাম্পের ২৯ শতাংশ শুল্ক আরোপ

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাস, কী আছে এতে

গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত, একদিনে নিহত ১১২

ব্যাংককে মিয়ানমারের জান্তাপ্রধানের সঙ্গে মোদির আলাপ

সাংবিধানিক আদালতের রায়ে অবশেষে ক্ষমতাচ্যুত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের