হোম > বিশ্ব

চিলিতে সমলিঙ্গের বিয়ের বিল পাস

অনলাইন ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ চিলির পার্লামেন্টে স্বীকৃতি পেল সমলিঙ্গের বিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রেসে বিপুল ভোটে পাস হয়েছে এই বিল। সমানাধিকার নিশ্চিত করতেই এই বিল পাস হয়েছে বলে জানিয়েছে চিলির পার্লামেন্ট। 

চিলি বরাবরই লাতিন আমেরিকার রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত।

বিলে বলা হয়েছে, যারা সমলিঙ্গে বিয়ে করবেন, তারা ভিন্ন লিঙ্গে বিয়ে করা দম্পতির সমান অধিকার পাবেন। চিলির সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৯০ দিন পরে আইনটি কার্যকর হবে। এই বিল পাস হওয়ায় সমলিঙ্গের দম্পতিরা শিশুদের দত্তক নিতে পারবেন। পাশাপাশি সমলিঙ্গে বিয়ে করলে যদি তাঁদের আগে বাচ্চা থাকে, তাহলে তারাও আইনি স্বীকৃতি পাবে।

চিলির সিনেট ও নিম্নকক্ষ দুই জায়গাতেই বিপুল ভোটে এই বিল পাস হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সমলিঙ্গ বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

রামন লোপেজ নামে এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে এই আইনের জন্য অপেক্ষা করছেন, যাতে তিনি তাঁর ২১ বছরের সঙ্গীকে বিয়ে করতে পারেন।  

ভোটাভুটির পরে চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেছেন, সমানাধিকার ও ন্যায়বিচার দেওয়ার ক্ষেত্রে আমরা আরও এক পা এগোতে পারলাম।

চিলির সাবেক প্রেসিডেন্ট ২০১৭ সালে প্রথম এই উদ্যোগ নেন। বর্তমান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এই বিলের সমর্থক। বিল পাসের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, চিলিকে অবশ্যই সব মানুষের জন্য এই স্বাধীনতা ও মর্যাদার নিশ্চয়তা দিতে হবে । 

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, উরুগুয়ের মতো ২০টিরও বেশি দেশে সমলিঙ্গের বিয়ে বৈধ। এবার চিলিতেও তা স্বীকৃতি পাচ্ছে।

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

সেকশন