Ajker Patrika
হোম > বিশ্ব

বিশ্বে করোনায় এক দিনে ২০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু প্রায় ৬ হাজার

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় এক দিনে ২০ লক্ষাধিক শনাক্ত, মৃত্যু প্রায় ৬ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ১৫৫ জনের, যা আগের দিনের চেয়ে ৫ লাখ ৫৮ হাজার ৬৭২ জন কম। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৯২৪ জন, যা আগের দিনের চেয়ে প্রায় ১ হাজার ৩০০ বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জনের, মৃত্যু হয়েছে ১ হাজার ১৯১ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ২৯ লাখ ৪৯ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং ৮ লাখ ৯১ হাজার ৫৮৯ জন মারা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৯৩ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ লাখ ২২ হাজার ৩১১ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৮ কোটি ১৮ লাখ ২০ হাজার ২২৬ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আলাওয়ি? উত্তরে হ্যাঁ বললেই সিরিয়ার অভ্যুত্থানের সেনাদের গুলিতে বুক ঝাঁঝরা

বিমান হামলায় আইএসের ‘অন্যতম দুর্ধর্ষ’ জঙ্গিনেতা নিহত

মার্কিনবিরোধীদের সঙ্গে জাতিসংঘের যোগাযোগ আছে কি না, জানতে চায় যুক্তরাষ্ট্র

সিরিয়ার অন্তর্বর্তী সংবিধানে ইসলামি আইন, কুর্দিদের বিক্ষোভ

বীরভূমে হোলির দিনে সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক আমাদের পূর্ব দিকের প্রতিবেশী: পাকিস্তান সেনাবাহিনী

এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

কিউবায় ফের বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

ভারতের আলিগড়ে সেহরির আগে মুসলিম যুবককে গুলি করে হত্যা