মেক্সিকোতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ৬০ ভাগ বেশি। গতকাল বুধবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
মেক্সিকো সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৩ মে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ২ লাখ ২১ হাজার ৬৪৭। তবে এ সময় পর্যন্ত মেক্সিকোতে করোনায় প্রকৃত মৃতের সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৭৬। ডেথ সার্টিফিকেট হিসাব করে এ তথ্য জানিয়েছে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মানে দাঁড়াচ্ছে, প্রথম দিকের সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৫৮ দশমিক ৫ শতাংশ কম ছিল।
মেক্সিকোতে গত এক দিনে ৬ হাজার ১০৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪৪ জন।
মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ২৫ লাখ ১৯ হাজার ২৬৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।