অনলাইন ডেস্ক
ঘানার আক্রায় অবস্থিত এগবোগব্লোশি ময়লার ভাগাড় থেকে এই ছবিটি তুলেছেন প্রামাণ্যচিত্র ভিত্তিক আলোকচিত্রী মুন্তাকা কাসান্ত। কিন্তু এই ছবি যে ১৫ বছর বয়সী যুবক মালিককে পরিবারে ফিরিয়ে দেবে তা কে জানত?
গত বছর বিশ্বব্যাপী পরিষেবামূলক সিরিজ ‘প্রজেক্ট ১৭’ এর অধীনে এই ছবিটি তোলা হয়। ‘বার্নার বয়’ হিসেবে তাঁর ছবিটি তোলা হয়েছিল। বার্নার বয় হল ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে ময়লা পুড়িয়ে ধাতু সংগ্রহকারী। ছবি তোলা পর্যন্তও মুন্তাকা জানতেন না মালিক একজন হারিয়ে যাওয়া বালক।
কিন্তু, ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে অনেকে জানান যে এই ছবিটি হারিয়ে যাওয়া এক বালকের। তাঁর খোঁজে হারানো বিজ্ঞপ্তিও ছাপা হয়েছিল।
এরপর খোঁজ নেন মুন্তাকা, জানেন বিস্তারিত। খালার বাসা থেকে পালিয়ে একজন ‘বার্নার বয়’ হয়ে ওঠেন মালিক। পরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মালিককে খালার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন মুন্তাকা।
আন্টির সাথে সাক্ষাতের সময় মালিক মাথা নিচু করে ছিলেন। মালিকের অপরিচ্ছন্ন শরীর, পোড়া চামড়া দেখে আন্টি কান্না শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো টাকা না থাকলে, না খেয়ে থাকলেও আমি মালিককে দিয়ে এ ধরনের কাজ করাতাম না।’
১৫ বছর বয়সী মালিক বলেন, ‘আন্টির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার বাড়ি ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
মালিক এখন আবার আন্টির পরিবারের সাথে মধ্য ঘানায় বাস করছে। একটি মোটরসাইকেল সারানোর দোকানে কাজ শিখছেন।
আলোকচিত্রী মুন্তাকা মালিকের পরিবারে গিয়ে সবার সাথে দেখা করে এসেছেন। মালিককে একটি সাইকেল উপহার দিয়েছেন। তবে মালিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুন্তাকা। তাঁর জীবন এখনো খুব বেশি উন্নত হওয়ার সুযোগ কম। দারিদ্র্যতার কারণে সে স্কুলেও যেতে পারছে না।