অনলাইন ডেস্ক
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবানরা একের পর এক দেশটির প্রদেশ দখলে নিচ্ছে। প্রতিনিয়তই সরকারি বাহিনী কোণ ঠাসা হয়েছে পড়ছে। ফলে আফগান নারী নেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের জীবন ক্রমশ হুমকির মুখে পড়ছে। তাদের জীবনের নিরাপত্তা দিতে ২০ হাজার আফগান মানবাধিকার কর্মীকে কানাডায় আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো। স্থানীয় সময় গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘কানাডা সরকারের হয়ে কাজ করা হাজার হাজার আফগান দোভাষী, দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে আগেই স্বাগত জানানো হয়েছিল। তবে তালেবানরা একের পর এক প্রদেশ দখল নিচ্ছে। ফলে মানবাধিকার কর্মীদের জীবন ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে। তাদের রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'