Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: বেইজিং 

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন: বেইজিং 

চীনের করোনাভাইরাস নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বেইজিং। গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। 

 বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সাংহাই কনস্যুলেটের অ-জরুরি কর্মী ও মার্কিন কর্মচারীদের পরিবারগুলো শহরে করোনাভাইরাস বিধিনিষেধের কারণে দেশে চলে যেতে পারে। 

এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক বিবৃতিতে বলেন, ‘চীনের মহামারি প্রতিরোধ নীতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন। আমরা এর দৃঢ় বিরোধিতা প্রকাশ করছি।’

২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। করোনার শুরু থেকেই চীনের সাংহাইতে করোনার প্রকোপ ছিল। আজ রোববার সাংহাইতে প্রায় ২৫ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। 

 মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রদূত এবং মিশনের অন্যান্য বিভাগের কর্মকর্তারা করোনার প্রাদুর্ভাব নিয়ে আমাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা জানিয়েছি, তাঁরা চাইলে দেশে ফিরতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের জন্য হংকং, জিলিন বা সাংহাইতে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।’ 

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, দেশটির মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা বৈজ্ঞানিক ও কার্যকর। 

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই