Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগান বাহিনী-তালেবানের তুমুল লড়াই চলছে, রাস্তায় পড়ে আছে মরদেহ 

অনলাইন ডেস্ক

আফগান বাহিনী-তালেবানের তুমুল লড়াই চলছে, রাস্তায় পড়ে আছে মরদেহ 

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

 জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসিকে জানান, রাস্তায় প্রচুর মরদেহ পড়ে রয়েছে। আমরা জানি না তাঁরা বেসামরিক নাগরিক না-কি তালেবান। 

আফগানিস্তানের লস্করগাহে সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন। 

এদিকে তালেবান সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার দখলেরও চেষ্টা করছে। পাশাপাশি লস্করগাহ-এর বেশি কিছু জেলা ইতিমধ্যে দখলে নিয়ে বিদ্রোহীগোষ্ঠী তালেবান। 

একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমরা কঠিন সময় পার করছি। তালেবানরা ভূমি দখলে নিচ্ছে এবং সরকার বাহিনী আকাশ পথ দখলে নিয়েছে। 

গত সপ্তাহান্তে হেলমান্দের প্রাদেশিক কাউন্সিলর আতাউল্লাহ আফগান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

এদিকে যে সব আফগান জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাঁরা খাদ্য, পানি এবং ওষুধ সংকটে ভুগছেন।

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে