আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসিকে জানান, রাস্তায় প্রচুর মরদেহ পড়ে রয়েছে। আমরা জানি না তাঁরা বেসামরিক নাগরিক না-কি তালেবান।
আফগানিস্তানের লস্করগাহে সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি। তিনি আরও বলেন, আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন।
এদিকে তালেবান সদস্যরা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার দখলেরও চেষ্টা করছে। পাশাপাশি লস্করগাহ-এর বেশি কিছু জেলা ইতিমধ্যে দখলে নিয়ে বিদ্রোহীগোষ্ঠী তালেবান।
একজন শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমরা কঠিন সময় পার করছি। তালেবানরা ভূমি দখলে নিচ্ছে এবং সরকার বাহিনী আকাশ পথ দখলে নিয়েছে।
গত সপ্তাহান্তে হেলমান্দের প্রাদেশিক কাউন্সিলর আতাউল্লাহ আফগান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এদিকে যে সব আফগান জনগণ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাঁরা খাদ্য, পানি এবং ওষুধ সংকটে ভুগছেন।