Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ইয়েমেনে বিমানবন্দরের পাশে বিস্ফোরণে নিহত ১২

অনলাইন ডেস্ক

ইয়েমেনে বিমানবন্দরের পাশে বিস্ফোরণে নিহত ১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের কাছে স্থানীয় সময় শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এটি কোনো হামলার ঘটনা কি না, নিশ্চিত হওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, ‘বিমানবন্দরের বাইরের গেটে শনিবার একটি ছোট ট্রাক বিস্ফোরিত হয়। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরিত হওয়া ট্রাকটি পেট্রোলিয়াম পণ্য পরিবহন করছিল। বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। বিস্ফোরণের শব্দ পুরো শহরে শোনা গেছে। বিস্ফোরণে আশপাশের বাড়িঘরের জানালাগুলো ভেঙে যায়।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণে ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের সূচনা হয়। হুতিরা রাজধানী সানা দখলে নেয়। হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরের বছর, অর্থাৎ ২০১৫ সালের শুরুর দিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে। যুদ্ধে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছে।

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর