ক্রমেই আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। নিজেদের বাঁচাতে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন অনেক আফগান। বছর শেষে এমন শরণার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫ লাখ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। এজন্য পাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ দেয় সংস্থাটি।
গত শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআর জানায়, ‘এরই মধ্যে বাস্তুচ্যুত হয়ে কয়েক হাজার আফগান ইরানে আশ্রয় নিয়েছেন। এদের সংখ্যা প্রতিদিন বাড়ছেই। বছর শেষে আফগানিস্তানের আশপাশের দেশগুলোতে এ সংখ্যা হতে পারে ৫ লাখ। এ অঞ্চলে এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি।’
বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য তাঁরা কাজ করছেন বলে জানান। এরই মধ্যে ইউরোপীয় কমিশনের সঙ্গে আলাপ করা হয়েছে। আফগান শরণার্থীদের আশ্রয় এবং খাবারের জন্য বিভিন্ন দাতা দেশ ও ব্যক্তিদের সঙ্গে কথা বলা হবে। সংকট কাটাতে বিভিন্ন দেশকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।