Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আরও অন্তত দুই বছর ক্ষমতায় থাকতে চায় মিয়ানমারের জান্তা

আরও অন্তত দুই বছর ক্ষমতায় থাকতে চায় মিয়ানমারের জান্তা

নির্বাচিত সরকার উচ্ছেদ করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে এরই মধ্যে প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক। গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এ পরিস্থিতিতে শিগগিরই দেশে নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও এখন বলছে, আরও বছরদুয়েক ক্ষমতায় থাকতে চায় জান্তা।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি অং সান সু চিসহ তার দলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী।

কম্বোডিয়াভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবকে গত ৪ এপ্রিল একটি সাক্ষাৎকার দিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন। ২০০৮ সালে মিয়ানমারের সেনা সেনাবাহিনী হাতে সংশোধিত সংবিধানের ধারা তুলে ধরে জাও মিন বলেন, বর্তমান সরকারও সাংবিধানিকভাবে বৈধ। এক বছরের মধ্যে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবো। যদি না পারি তাহলে আরও ছয় মাস সময় নেবো । আর তা না হলে আরও ছয় মাস সময় নেবো।  সুতরাং সর্বোচ্চ দুই বছর লাগতে পারে। এরপর আমরা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবো। সেসময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর অং সান সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর দাবি, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জালিয়াতি করে জয় পেয়েছে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুই রয়েছে অর্ধশতাধিক।

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর