Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানদের জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগানদের জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সেই স্পিন-বলদাক সীমান্ত আবারও খুলে দিল পাকিস্তান। গত সোমবার ব্যবসায়ীদের চাপে সীমান্ত খুলে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী জেলা চামানের ঊর্ধ্বতন কর্মকর্তা আরিফ কাকার বলেন, ‘পাকিস্তান চামানে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে। ফলে আফগানিস্তানের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু হলো, যা গত এক মাস ধরে বন্ধ ছিল।’ 

স্পিন-বলদাক সীমান্ত দিয়ে গত সোমবার ১০০ পণ্যবাহী ট্রাক আফগানিস্তানে ঢুকেছে। এখন থেকে সপ্তাহে ছয় দিন এই সীমান্ত খোলা থাকবে। 

প্রসঙ্গত, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের সীমান্ত দখলের লড়াই শুরু হলে পাকিস্তান চামান–স্পিন-বলদাক সীমান্ত চলতি মাসের শুরুর দিকে বন্ধ করে দেয়। ফলে এই সীমান্ত দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্পিন-বলদাক সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সম্পূর্ণ স্থলভাগ পরিবেষ্টিত আফগানিস্তানে কোনো উল্লেখযোগ্য বন্দর নেই। করাচি বন্দরের কাছাকাছি হওয়ায় আমদানি-রপ্তানির জন্য এই বন্দরের ওপর অনেকটা নির্ভর করতে হয় আফগানদের। 

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে