হোম > বিশ্ব > এশিয়া

৫ দিনে ৭ প্রদেশের নিয়ন্ত্রণ নিল তালেবান

অনলাইন ডেস্ক

একের পর এক প্রদেশ নিজেদের দখলে নিচ্ছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার (১০ আগস্ট) দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। গত শুক্রবার (৬ আগস্ট) থেকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) মাত্র পাঁচদিনের ব্যবধানে সাতটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ তালেবানের হাতে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ফারাহর প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার মঙ্গলবার (১০ আগস্ট) বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আজ বিকেলে ফারাহ প্রদেশের রাজধানীতে প্রবেশ করে তালেবান। তালেবানের সঙ্গে নিরাপত্তাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়। সরকারি অফিস ও পুলিশ সদর দপ্তর নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।’ 

প্রদেশটির স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী পতনের বিষয়টি নিশ্চিত। ফারাহ প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। ফারাহ প্রদেশ দখলের মধ্য দিয়ে এ নিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দুইটি প্রদেশ তালেবানের দখলে গেল। এর আগে গত শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নিমরুজ প্রদেশের দখল নেয় তালেবান। 

সংসদ সদস্য আবদুল নাসরি ফারাহি এবং প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রদেশটির কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণও নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। 

প্রসঙ্গত, পাঁচদিনে তালেবানের দখলে যাওয়া প্রদেশগুলো হলো- কুন্দুজ, সার-ই-পুল, তাখার, নিমরোজ এবং জাওযজান। 

ইউরোপীয় ইউনিয়নের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আফগানিস্তানের ৬৫ ভাগ এলাকা এখন তালেবানের দখলে।

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে