হোম > বিশ্ব > এশিয়া

প্রাদেশিক রাজধানী যারানজ দখলে নিল তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই আফগান সরকার ও সশস্ত্র গোষ্ঠী তালেবান মুখোমুখি অবস্থানে রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখলে নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেছে। শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয় তালেবান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা তালেবানের দখলে রয়েছে। এখন তাঁরা বড় বড় শহর দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। 

এর আগে শুক্রবার কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন আফগান সরকারের মিডিয়া এবং তথ্য কেন্দ্রের প্রধান দাওয়া খান মেনাপাল। আফগান পুলিশ দাওয়া খান মেনাপালের নিহত হওয়ার খবর স্বীকার করেছে। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। 

তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ দায় স্বীকার করে জানিয়েছেন, ‘যাবতীয় সরকারি প্রচারের দায়িত্বে থাকায় ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সেন্টারের পরিচালক দাওয়া খানকে খুন করা হয়েছে। ওই সরকারি কর্মকর্তা কৃতকর্মের সাজা পেয়েছেন।’ 

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে