তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান দেশটি সংবাদমাধ্যমগুলোকে ‘ক্ষতিকর’ সংবাদ প্রকাশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। যদি কোনো সংবাদমাধ্যম এমন কোনো সংবাদ প্রকাশ করে যা দেশটির মূল্যবোধ, সংস্কৃতিকে আঘাত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন তিনি।
এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, তুরস্কের ‘জাতীয় সংস্কৃতি’ রক্ষা এবং শিশুদের ‘গণমাধ্যমের নেতিবাচক লিখিত, মৌখিক এবং ভিডিও আধেয় থেকে বাঁচিয়ে’ তাদের বিকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ওই প্রজ্ঞাপনে নির্দিষ্ট করে বলা হয়নি আসলে কোন ধরনের সংবাদকে ‘ক্ষতিকর’ বলে বিবেচনা করা হবে। তবে এরদোয়ান বলেছেন, এমন আধেয় যা দেশটির জাতীয়, নৈতিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্তকে করে সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর দল একে পার্টি প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় আছেন। দেশটিতে বিদ্যমান সংবাদমাধ্যমের প্রায় ৯০ শতাংশই বর্তমানে রাষ্ট্রায়ত্ত কিংবা কোনো না কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীনদের নিকটস্থ।