Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

কে সেই নারী, যার জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত হয়েছেন বলে গুঞ্জন

অনলাইন ডেস্ক

কে সেই নারী, যার জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত হয়েছেন বলে গুঞ্জন

গত ২৫ জুন শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে। সেদিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার পর থেকেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। তাঁর এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল পশ্চিমাসহ বিভিন্ন গণমাধ্যম।

এক মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, কিন গ্যাংকে বরখাস্ত করে তাঁর জায়গায় বসানো হয়েছে আগের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে। কিন্তু দীর্ঘ সময় গণমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে থাকা এবং কেনইবা কিনকে বরখাস্ত করা হলো—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

বলা হচ্ছে, এক নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের জের ধরেই এমন পরিণতি বরণ করতে হয়েছে কিনকে। আরও ভয়ংকর বিষয় হলো—জল্পনা-কল্পনার কেন্দ্রে থাকা সেই নারী সাংবাদিক আমেরিকায় বসবাস করেন।

জানা গেছে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের খুব কাছের মানুষ ছিলেন কিন। তারপরও মঙ্গলবার একটি অধিবেশন করে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে বরখাস্ত করা হলো—সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে, গুরুতর কোনো অপরাধ করেছেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন নারী সাংবাদিকের সঙ্গে প্রেমের বিষয়টিই সবার ওপরে রয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, কিন যখন থেকে লাপাত্তা ছিলেন একই সময়ে হংকংভিত্তিক একটি মার্কিন টেলিভিশনে কাজ করা এক নারী সাংবাদিকেরও খোঁজ মিলছিল না। সুন্দরী সেই সাংবাদিকের নাম ফু জিয়াওটিয়ান। বিবাহিত এবং এক সন্তানের জনক কিনের সঙ্গে ফু জিয়াওটিয়ানের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চীনে গুঞ্জন চলছে। 

সম্প্রতি সন্তানের জন্ম দিলেও তার বাবার পরিচয় গোপন রেখেছেন ফু জিয়াওটিয়ান। ছবি: টুইটারআমেরিকান নাগরিক হলেও ফু জিয়াওটিয়ানের জন্ম চীনে। পড়াশোনা করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।

জানা গেছে, ৫৭ বছর বয়সী কিন গ্যাংয়ের চেয়ে ১৭ বছরের ছোট ফু জিয়াওটিয়ান। গত নভেম্বরে ফু জিয়াওটিয়ান এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে তাঁর বাবার নাম এখনো জানা যায়নি। ফু জিয়াওটিয়ান আমেরিকায় চীনের রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন অতীতে।

ক্ষমতাচ্যুত রাজাকে স্বাগত জানাতে র‍্যালি, পরিবেশের ক্ষতি করার দায়ে জরিমানা লাখ রুপি

১৫০ কোটি ডলারের ক্রিপটো চুরি, ৩০ কোটি তুলে নিয়েছে উ. কোরিয়ার হ্যাকাররা

রোহিঙ্গাদের দৃষ্টিতে অং সান সু চি কেমন

‘বিপজ্জনক’ আফগানিস্তানে ট্রাভেল ভ্লগারদের ভিড়, রমরমা কনটেন্ট বাণিজ্য

থ্রি ডি প্রিন্ট প্রযুক্তি: ৫ সপ্তাহে বহুতল ভবন নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার আহমেদ মাহিল

বহু নাটকীয়তার পর মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা