Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে মাহাথির

অনলাইন ডেস্ক

অসুস্থ হয়ে আবারও হাসপাতালে মাহাথির

মালয়েশিয়ার দুই দশকের প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের চিকিৎসার জন্য ৯৮ বছর বয়সী মাহাথিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান তার মুখপাত্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তবে মাহাথির মোহাম্মদ কীসের সংক্রমণর আক্রান্ত হয়েছেন তা এখনো বলা হয়নি।

মাহাথির মোহাম্মদের হৃদ্‌রোগের সমস্যা আছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বেশ কয়েকবারই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বাইপাস সার্জারিও করা হয়েছে তার।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা এক প্রতিবেদনে বলেছে, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল মাহাথির মোহাম্মদের। কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

মাহাথিরকে গত ২৬ জানুয়ারি জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, বর্তমানে সংক্রমণের জন্য চিকিৎসা নিচ্ছেন মাহাথির মোহাম্মদ। তারপর ঠিকভাবে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য বিশ্রামে রাখা হবে তাকে।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে বিরোধী জোটকে একটি ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরে আসেন তিনি। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যেই তার সরকারের পতন ঘটে।

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর