হোম > বিশ্ব > এশিয়া

আবুধাবিতে ড্রোন হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে। 

আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’ 

উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে। 

এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে। 

প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।

ক্ষমতাচ্যুত রাজাকে স্বাগত জানাতে র‍্যালি, পরিবেশের ক্ষতি করার দায়ে জরিমানা লাখ রুপি

১৫০ কোটি ডলারের ক্রিপটো চুরি, ৩০ কোটি তুলে নিয়েছে উ. কোরিয়ার হ্যাকারেরা

রোহিঙ্গাদের দৃষ্টিতে অং সান সু চি কেমন

‘বিপজ্জনক’ আফগানিস্তানে ট্রাভেল ভ্লগারদের ভিড়, রমরমা কনটেন্ট বাণিজ্য

থ্রি ডি প্রিন্ট প্রযুক্তি: ৫ সপ্তাহে বহুতল ভবন নির্মাণ করছেন অস্ট্রেলিয়ার আহমেদ মাহিল

বহু নাটকীয়তার পর মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা