থাইল্যান্ডের দায়িত্বচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। স্থানীয় সময় আজ শুক্রবার আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, প্রায়ুথ চান ওচা নির্ধারিত আট বছরের মেয়াদ এখনো পূর্ণ করেননি। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের বিচারক পুণ্য উদচাকন রায়ে বলেন, ‘সাংবিধানিক আদালত সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নির্দেশ দিচ্ছে যে মামলা বিবাদীর প্রধানমন্ত্রিত্বের মেয়াদ আট বছরের সীমায় পৌঁছেনি। তাঁর সময়সীমা গণনা করা হয়েছে ২০১৭ সালের ৬ এপ্রিল মন্ত্রিসভা গঠনের সময় থেকে।’
এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের সাবেক এই সেনাপ্রধানের দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পথ থেকে সব ধরেন আইনি বাধা দূর হলো। এখন থেকে তিনি আবারও তাঁর দায়িত্বপালন করতে পারবেন।
এর আগে বিরোধী জোটের এক মামলার পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট আদালতের রায়ে প্রায়ুথকে দায়িত্ব পালন স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সংবিধান অনুযায়ী থাইল্যান্ডে আট বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন না। তবে প্রায়ুথ ২০১৪ সাল থেকেই কৌশলে নিজ ক্ষমতা ধরে রেখেছেন।
থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রধানমন্ত্রী হন সেই সময়কার সেনাপ্রধান প্রায়ুথ। পরে ২০১৯ সালে এক বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন তিনি। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি সামরিক জান্তার অধীনে। ক্ষমতা দখলের সময় থেকেই প্রায়ুথের বিরুদ্ধে আন্দোলন চলছে।