তালেবানরা আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাত দখল করে নিয়েছে। প্রায় দুই দশক পর তাঁরা ক্ষমতা দখলের দিকে এগচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, গতকাল শুক্রবার পর্যন্ত অর্ধেকের বেশি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে তালেবানের হাতে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সরকারি বাহিনীর প্রতিরোধ ভেঙে পড়েছে। আশঙ্কা বেড়েছে যে, রাজধানী কাবুলেও হতে পারে হামলা।
এই পরিস্থিতিতে দুই পক্ষের লড়াইয়ে ভীতসন্তস্ত্র সাধারণ মানুষ প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। অনেকে নিরাপদ আশ্রয়ের আশায় কাবুলে পৌঁছে রাস্তা, পার্ক ও ফাঁকা জায়গায় আশ্রয় নিয়েছে।
তালেবানদের নতুন দখল করা শহরগুলোর মধ্যে রয়েছে কালাত, তেরেনকোট, পুল-ই-আলম, ফিরুজ কোহ, কালা-ই-নাও ও লস্করগাহ। এর মধ্যে লগার প্রদেশের রাজধানী হলো পুল-ই–আলম। এই শহর কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে। প্রাদেশিক রাজধানীগুলো দখলের পর তালেবান বাহিনী এখন কাবুল দখলের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন।