সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর নয় বছরের মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে শারজা শহরের একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত ওই নারীর স্বামী এবং তিন সন্তান গুরুতর আহত হন।
পুলিশ জানায়, অন্তঃসত্ত্বা ওই নারী ও তার স্বামীকে আল কাসিমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে আহত শিশুদের শারজাহ আল কুয়েতি হাসপাতালে পাঠানো হয়। তারা নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন। আহত তিন সন্তানের বয়স যথাক্রমে ৩,৫ ও ৮ বছর। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছ আল কুয়েতি হাসপাতাল কর্তৃপক্ষ। তার অপারেশন করা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে তাঁরা।
স্থানীয় আল গারব পুলিশ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।