Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তিনি, ভেঙেছেন ৩টি বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে লম্বা নারী তিনি, ভেঙেছেন ৩টি বিশ্ব রেকর্ড

রামেসা গেলগি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে তিনটি রেকর্ড ভেঙেছেন তিনি। তুর্কি এই নারী এখন সর্বমোট পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ যাচাই অনুসারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, তিনটি নতুন রেকর্ড করেছেন রামেসা গেলগি। নতুন এই বিশ্ব রেকর্ডগুলো হলো—

 ১. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম আঙুলের অধিকারী: ১১ দশমিক ২ সেমি (৪.৪০ ইঞ্চি) 
 ২. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম হাতের অধিকারী: ডান হাতের পরিমাপ ২৪ দশমিক ৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪ দশমিক ২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি) 
 ৩. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম পিঠ: ৫৯ দশমিক ৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি) 

গেলগির জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-অ্যান্ড ডেভেলপার। ২০২১ সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি। 

সর্ব সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী, তাঁর উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে রামেসা গেলগি জন্মগতভাবে পাওয়া রোগটি সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হলো আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পকেটে রাখতে পারেন!’ 

বাবা-মায়ের সঙ্গে রামেসা গেলগিগেলগি বলেন, ‘আমি কিশোর বয়সে ২০১৪ সালে প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। এরপর থেকে আমি খেতাবটি আমার পেশার সুবিধার জন্য ব্যবহার করছি। এটির জন্য আমি কৃতজ্ঞ।’ 

গেলগি হাঁটতে পারেন না। সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন। দৈনিক খুব অল্প দূরত্বে হাঁটেন।

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই