হোম > বিশ্ব > এশিয়া

কর্মীকে আক্রমণ ও ধ্বংসযজ্ঞের ২ দিন পর সুপারমার্কেটে ধরা পড়ল ভালুক

অনলাইন ডেস্ক

জাপানে প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়াচ্ছে একটি ভালুক। ছবি: এএফপি

একটি ভালুক জাপানের উত্তরাঞ্চলীয় শহর আকিতার একটি সুপারমার্কেটে ঢুকে পড়ে একজন কর্মীকে আক্রমণ করে। এরপর দুই দিন ধরে ভালুকটি দোকানের মাংসের সেকশনে তাণ্ডব চালায়। এ সময় এটি কিছু তাক নষ্ট করে। শেষ পর্যন্ত ওই সুপার মার্কেট থেকেই ওটাকে ফাঁদ পেতে ধরা সম্ভব হয়।

গত শনিবার আকিতা শহরের একটি দোকানে ভালুকটি ঢুকে ৪৭ বছর বয়সী এক কর্মীকে আক্রমণ করে। যার ফলে তার মাথায় হালকা আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে। আর আজ সোমবার একে আটক করা সম্ভব হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য নিশ্চিত করে।

এ ঘটনাটি সাম্প্রতিক সময়ে জাপানে ভালুক ও মানুষের মধ্যে বাড়তে থাকা সংঘর্ষের আরেকটি উদাহরণ। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চল, যেখানে পাহাড় ও ঘন বনভূমি ভালুকের জন্য আদর্শ বাসস্থান, সেখানে ভালুকের আক্রমণ দেশটির জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

কিছু বিশেষজ্ঞ বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফুল ফোটা এবং পরাগায়নের সময়সূচি বদলে যাচ্ছে, যা ভালুকের স্বাভাবিক খাবারের উৎসের ক্ষতি করছে। এর ফলে তারা খাবারের সন্ধানে শহর এবং লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।

ভালুকটি প্রায় ৩ ফুট লম্বা এবং কর্মীকে আক্রমণের পর দোকানের ভেতরে রয়ে গিয়েছিল। রোববার, কর্তৃপক্ষ ভালুকের অবস্থান শনাক্ত করতে একটি ড্রোন ব্যবহার করে। সুরক্ষিত পোশাক ও ঢাল হাতে পুলিশ কর্মকর্তারা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা একটি প্রবেশপথ দিয়ে দোকানে প্রবেশ করেন।

ভালুকটিকে পরে গুদামে খুঁজে পাওয়া যায়। এরপর কর্মীরা একটি বাক্সে ফাঁদ তৈরি করেন, যেখানে মধু ও আপেল রাখা হয় ভালুকটিকে আকর্ষণ করার জন্য। সোমবার ভালুকটি ফাঁদে ধরা পড়ে।

আকিতা সিটি হলের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, ভালুকটিকে পরে মেরে ফেলা হয়।

আকিতা অঞ্চলে ভালুকের আক্রমণ গত বছর সর্বোচ্চ সংখ্যায় পৌঁছে। এ বছরও স্বাভাবিকের তুলনায় ভালুকের আক্রমণের হার বেশি। এ ছাড়া, চলতি অর্থ বছরে (মার্চে শেষ হওয়া) ভালুকের আক্রমণে সবচেয়ে বেশি আহতের ঘটনা ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন