আফগানিস্তানের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কুন্দুজও দখল করেছে বিদ্রোহীগোষ্ঠী তালেবান। তালেবানদের এ দাবি বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিও নিশ্চিত করেছে।
এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শের-এ-পলে আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের তুমুল যুদ্ধ চলছে।
এএফপির প্রতিনিধি জানান, কুন্দুজ তালেবানদের দখলে রয়েছে। শহরটির সব গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে নিয়েছে তালেবান।
স্থানীয় একজন সংসদ সদস্য এএফপিকে জানিয়েছেন, তালেবান শহরটির প্রাণকেন্দ্রে প্রবেশ করেছে। সেখানে রাস্তায় যুদ্ধ চলমান রয়েছে।
এর আগে আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে আফগানিস্তানের দুটি প্রদেশের রাজধানী দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ শহর ছিল শেবেরগান।
স্থানীয় সংসদ সদস্য শেবেরগানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার জন্য আফগান সরকারকে দুষছেন। এর আগে গত শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয় তালেবান।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগান সরকার ও সশস্ত্র গোষ্ঠী তালেবান মুখোমুখি অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আফগানিস্তানের অধিকাংশ গ্রামীণ এলাকা দখলে নিয়েছে তালেবান।