অনলাইন ডেস্ক
কম্বোডিয়ার একটি হোটেল-ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ড সীমান্তের কাছের শহর পোইপেটের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলে এই আগুন লাগে।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০০ জনের মতো লোক ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের সময় লোকজন উপরতলা থেকে লাফ দিচ্ছে বা পড়ে যাচ্ছে।
এদিকে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। আগুনের কারণ নির্ণয়ে কাজ করছে কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হোটেলটিতে অনেক থাই নাগরিক ছিলেন। অবশ্য তাঁরা সীমান্তে ফিরে যায়।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে থাইল্যান্ডের সা কাইও প্রদেশের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পোইপেট হচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট। এটি ক্যাসিনোর জন্য বেশ জনপ্রিয়। অনেক থাই নাগরিক সেখানকার ক্যাসিনোতে যান, কারণ থাইল্যান্ডে সাধারণত জুয়া খেলা অবৈধ।